বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

নোয়াখালীতে আন্তর্জাতিক শানে সাহাবা সম্মেলন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী: সাহাবায়ে কেরামের জীবন আদর্শ প্রচার ভিত্তিক দাওয়াতি সংগঠন মারকাযুস সাহাবা বাংলাদেশ নোয়াখালী জেলার আয়োজনে আজ আন্তর্জাতিক শানে সাহাবা সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ সোমবার নোয়াখালীর সোনাইমুড়ী সরকারি কলেজ মাঠে দুপুর ২ টায় অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসার নাযেমে দারুল ইকামা আল্লামা মনির উদ্দীন উসমানী নকশবন্দী।

মারকাযুস সাহাবা বাংলাদেশের আমীর মুফতি শামীম আল-আরকামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন- দারুল উলুম হাটহাজারী মাদরাসার নায়েবে মুহতামিম ও মারকাযুস সাহাবা বাংলাদেশের প্রধান উপদেষ্টা শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মারকাযুস সাহাবা বাংলাদেশের সিনিয়র উপদেষ্টা আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ, চরমোনাই কামিল মাদরাসার প্রিন্সিপাল ও মারকাযুস সাহাবা বাংলাদেশের উপদেষ্টা মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা ড.আ ফ ম খালিদ হোসাইন।

বক্তব্য রাখবেন- মারকাযুস সাহাবা বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব হাফেজ মাওলানা শরীফ উল্লাহ তারেকী, মারকাযুস সাহাবা বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মু. আতাউর রহমান আলমপুরী, মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা ইন'আমুল হাসান ফারুকী, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাওলানা সানাউল্লাহ নূরী মাহমুদী, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি আবু তাহের আল-মাদানী, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা মানসুরুল হক জিহাদী প্রমুখ।

সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা হাবিবুল্লাহ কামাল আওয়ার ইসলামকে জানান, আমাদের অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন, ইনশাআল্লাহ ঐতিহাসিক এ সম্মেলনের মাধ্যমে সারা দেশে তৌহিদি জনতার গণজাগরণ তৈরি হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ