আওয়ার ইসলাম: সিলেটের মুহাদ্দিস হুজুর খ্যাত শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন মজলিসে দাওয়াতুল হকের আমির, জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া, যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।
৬ জানুয়ারি (সোমবার) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার জন্য দোয়া করেন, আল্লাহ তায়ালা যেনো তার ভুল ত্রুটি মাফ করে তাকে জান্নাত নসিব করেন। আমিন।
শোক বার্তায় তিনি বলেন, দেশের অন্যতম শীর্ষ আলেমে দীন, দীন-মিল্লাতের অতন্দ্রপ্রহরী, প্রখ্যাত ও শীর্ষ ইসলামী চিন্তাবিদ, আলোকিত মানুষ গড়ার কারিগর, ঈমানী আন্দোলনের নন্দিত পুরোধা ব্যক্তিত্ব আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী সাহেব রহ. এর ইন্তেকালের খবরটি খুবই দুঃখ ও বেদনার। তাঁর মরহুম হয়ে যাওয়ার সংবাদে মনটা ভেঙ্গে যাচ্ছে।
মরহুমের মাগফেরাত কামনা করে আল্লামা মাহমূদুল হাসান বলেন, মৃত্যু দেহকে ধ্বংস করতে পারলেও ব্যক্তির আরদ্ধ সাধনার ক্রমবিকাশকে অবরুদ্ধ করতে পারে না। আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী ছিলেন সিলেটের মুহাদ্দিস হুজুর। তার এই নীরব প্রস্থানের মধ্য দিয়ে নিভে গেলো কালের আরেকটি চেনা পিদিম। আমরা যা হারালাম তা পূরণ হবার নয়।
পরহেজগার, মুখলিস ও জনদরদী এই আলেম মনীষীর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন, তাঁর ছাত্র এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।
তিনি বলেন, আল্লাহর ওলিরা যখন পৃথিবীতে আসে তখন পাখির মতো আসে আর যখন চলে যায় তখন পাখির মতোই চলে যায়। তাদের শূন্যস্থান পূরণ করার মতো নয়।
উল্লেখ্য, গতকাল রোববার বিকেল ৪ টা৩৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেয়ার পথে আল্লামা তাফাজ্জল হক হবিগঞ্জী ইন্তেকাল করেন। আজ সোমবার সকাল ১০ টায় সিলেটের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর মাদরাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী দেশের শীর্ষ আলেম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, সিলেটের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগন মাদরাসার মুহতামিম ছিলেন।
আরএম/