রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ।। ২৭ পৌষ ১৪৩২ ।। ২২ রজব ১৪৪৭


আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর ইন্তেকালে মুফতি মোহাম্মদ আলীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের শীর্ষ আলেম, প্রখ্যাত আলোচক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, সিলেটের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগন মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ ক‌রে‌ছেন আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাবনগর মাদরাসার প্রিন্সাপাল মুফতি মোহাম্মদ আলী।

শোক বার্তায় মুফতি মোহাম্মদ আলী বলেন, আল্লামা তাফাজ্জুল হক রহ. দে‌শের একজন শীর্ষ অ‌া‌লেম ও প্র‌খ্যাত আলোচক ছিলেন। তার যোগ্যতা ও দক্ষতা তাকে সম্মান ও মর্যাদার স‌র্বোচ্চ আস‌নে সমাসীন ক‌রে‌ছিল।

তিনি আরও বলেন, এ মহান আলে‌মের মৃত্যু‌তে আমি গভীর শোক প্রকাশ কর‌ছি এবং শোকসন্তপ্ত প‌রিবা‌রের প্র‌তি সম‌বেদনা জানা‌চ্ছি। মহান রব্বুল আলামীন তাকে জান্না‌তের স‌র্বোচ্চ স্থান দান করুন। তার মৃত্যু‌তে দে‌শের ইসলামী অঙ্গণ একজন যোগ্য ও দরদী অ‌ভিভাবক হারা‌লো। এ শূন্যত‌া কখ‌নো পূরণ হবার নয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ