আওয়ার ইসলাম: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাকারবারিদের আনা কোটি কোটি টাকার স্বর্ণবার কৌশলে পাচারের অভিযোগ উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক শ্রেণির কর্মীর বিরুদ্ধে।
শনিবার বিমানের ফ্লাইট থেকে প্রায় আড়াই কেজি স্বর্ণবার পাচারের সময় বিমানের তিন পরিছন্নতা কর্মীকে আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়। তারা হলো- সুমন শিকদার (৩৪), শাহিন হোসেন (২৭) ও বেলাল আকন (২৮)।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) মুহা. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিমানবন্দরের পুলিশ জানায়, তল্লাশি করে তাদের হেফাজত থেকে জব্দ করা হয় দুই কেজি ৩২০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণবার, যার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। এতে জড়িত কালাম নামে বিমানের এক টেকনিশিয়ান পলাতক।
এ ঘটনায় কালামসহ বিমানের চার কর্মীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আরও চারজনকে আসামি করা হয়।
এ ব্যাপারে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন সমকালকে জানান, শনিবার সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কনকোর্স হলে তল্লাশি চালানো হয়। এ সময় বিমানের পরিচ্ছন্নতা কর্মী সুমন শিকদারের জুতার তলায় সুকৌশলে লুকিয়ে রাখা ২০টি স্বর্ণবার জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন পুলিশকে জানায়, স্বর্ণবার পাচারের সঙ্গে জড়িত বিমানের টেকনিশিয়ান কালাম, পরিছন্নতা কর্মী বেলাল ও শাহিন। পরে অভিযান চালিয়ে শাহিন ও বেলালকে আটক করা হয়। এ সময় খবর পেয়ে টেকনিশিয়ান কালাম পালিয়ে যায় বলে পুলিশ জানায়।
সংশ্নিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণ করে বিমানের ফ্লাইট বিজি ০২৮। এ বিমানে পরিচ্ছন্নতার কাজ করেন সুমন, শাহিন ও বেলাল। বিমানবন্দরের ১ নম্বর বেতে বিমানটি যাত্রী নামানোর জন্য ডকিং করার পর পরিচ্ছন্নতা কর্মীরা বিমানে আরোহণ করে।
-এএ