রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ।। ২৭ পৌষ ১৪৩২ ।। ২২ রজব ১৪৪৭


সাংবাদিকদের সতর্ক করলেন দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোনো ধরনের ‘হলুদ সাংবাদিকতা’ বরদাশত করা হবে না বলে সাংবাদিকদের সতর্ক করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মুহা. আব্দুল বাতেন।

রোববার রাজধানীর গোপীবাগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ডিএসসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বৈঠকে এ কথা বলেন তিনি।

আব্দুল বাতেন বলেন, প্রার্থী যে অভিযোগ করেননি, এমন অভিযোগ সাজিয়ে কর্মকর্তাদের বক্তব্য নেয়ার চেষ্টা করা হলুদ সাংবাদিকতার সামিল। এসব কিন্তু কোনোভাবেই বরদাশত করা হবে না।

তিনি বলেন, শনিবার এক প্রার্থী কিছু অভিযোগ জানাতে এসেছিলেন। তিনি ‘লেভেল প্লেয়িং ফিল্ড নেই’ বলে অভিযোগ না করলেও সাংবাদিকরা আমাকে এসে বলেন— সেই প্রার্থী বলেছেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নেই’। এ ব্যাপারে তারা আমার বক্তব্য জানতে চান। এ ধরনের বিভ্রান্তি তৈরি করা হলুদ সাংবাদিকতা।

দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, অভিযোগ আসবে। উনি অভিযোগ দিয়েছেন—আমরা যাচাই করব। এর মধ্যে অতি উৎসাহী হয়ে আমার বক্তব্য নিচ্ছে তারা। সবাই মিলে সুষ্ঠু-স্বাভাবিক নির্বাচন চাই। যার যার অবস্থা থেকে দায়িত্ব পালন করব। প্রার্থীরা নির্বাচনি প্রচারণায় ক্যাম্প করতে পারবে, কিন্তু যত্রতত্র করা যাবে না। বাছাইয়ের দিন আমরা প্রার্থীদের করণীয় ও বর্জনীয় বিষয় সাজিয়ে একটা কাগজ দিয়েছি। সেখানে তাদের স্বাক্ষরও দিয়েছেন তারা।

আব্দুল বাতেন বলেন, ‘এমপি সাহেবরা কোনো প্রার্থীদের অফিস উদ্বোধন করতে পারবেন না। এমনকি মন্ত্রী-এমপিরা প্রচারণাও চালাতে পারবেন না’।

তিনি আরও বলেন, এসএসসি পরীক্ষা শুরু ফেব্রুয়ারির ২ তারিখ থেকে। প্রচারণায় সতর্ক থাকতে হবে। প্রতীক বরাদ্দের পরপরই প্রচারণা শুরু হবে। একই ওয়ার্ডে অনেক মাইক বাজলে সবাই বিরক্ত হবে। একজন প্রার্থী এক ওয়ার্ডে কয়টা মাইক ব্যবহার করতে পারবেন, সেটাও নির্ধারিত আছে। এটা নির্বাহী ম্যাজিস্ট্রেট বাস্তবায়ন করবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ