রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ।। ২৭ পৌষ ১৪৩২ ।। ২২ রজব ১৪৪৭


যেকোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়ায় পুলিশ: শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়ায় পুলিশ। এজন্য তাদের সমস্যার সমাধান করা আমাদের কর্তব্য বলে মনে করি।

রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর রাজারবাগে পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহ-২০২০ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময় বীরত্বপূর্ণ ভূমিকা রাখায় পুলিশের অবদান আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের ধারাবাহিকতা রেখে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। পুলিশ এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করছে।

পুলিশ বাহিনী প্রতিটি ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পুলিশকে জনবান্ধব করে গড়ে তুলতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। জনগণের মন থেকে পুলিশ-ভীতি দূর করতে হবে।

তিনি পুলিশ বাহিনীর উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, ধাপে ধাপে পুলিশের জনবল বাড়ানো হয়েছে। পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিট গড়ে তোলা হয়েছে। বেতন বৃদ্ধি করা হয়েছে। পুলিশের সব সদস্যের জন্য রেশনের ব্যবস্থা করা হয়েছে। অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা যাতে আজীবন রেশন পায় সে ব্যবস্থাও করা হচ্ছে।

পাশাপাশি গুজব রটনা করে যারা দেশের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য প্রতি বছরের মতো এবারও পুলিশ সপ্তাহ উপলক্ষে চারটি ক্যাটাগরিতে ১১৮ কর্মকর্তাকে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ