আওয়ার ইসলাম: মালয়েশিয়ায় নতুন বছরের প্রথম চারদিনে বাংলাদেশিসহ মোট ৩১৫ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। এদের মধ্যে ৯২ জন বাংলাদেশি। আটককৃতদের বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। বলে জানা গেছে।
আজ রোববার দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমে বলা হয়, আটককৃতদের বিচারের জন্য আগামীকাল সোমবার মালয়েশিয়ায় দুটি বিশেষ আদালত বসবে। যার একটি বসবে সেলাঙ্গর রাজ্যের সিমুনিয়ায়, অন্যটি কেডা লঙ্কাতে।
সরকারি বার্তাসংস্থা বের্নামারের প্রতিবেদনে বলা হয়, অভিবাসন আইন ১৯৫৯ ধারায় এ বিচার প্রক্রিয়া শুরু হবে। এর আগে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের জন্য ১ থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ১২৫টি অভিযান পরিচালনা করে ইমিগ্রেশন পুলিশ।
মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের প্রধান খায়রুল দাজাইমি দাউদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির বরাতে জানা যায়, এখন পর্যন্ত সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে বিভিন্ন দেশের ১ লাখ ৯০ হাজার ৪৭১ জন অবৈধ প্রবাসী নিজ দেশে ফিরে গেছেন। যারা যাননি, তাদের আটক করা হচ্ছে।
আটককৃত বাংলাদেশিদের জামিনের জন্য বিশেষ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।
উল্লেখ্য, মালয়েশিয়ায় অবস্থানরত বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য ‘ব্যাক ফর গুড’ কর্মসূচি চালু করা হয়। গত বছরের ১ আগস্ট এ কর্মসূচি চালু করে মালয়েশিয়া সরকার।
-এটি