রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ।। ২৭ পৌষ ১৪৩২ ।। ২২ রজব ১৪৪৭


কুরআন শিক্ষা পরিষদের ৩০ সালা দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুরআন শিক্ষা পরিষদ বাংলাদেশের ৩০ সালা দস্তারবন্দী মহাসম্মেলন (ক্বিরাত গ্রেজুয়েশন) অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৪ জানুয়ারি (শনিবার) সিলেট রেজিস্টারি মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুরআন শিক্ষা পরিষদ বাংলাদেশের সভাপতি ও শায়খুল কুররা মাওলানা ক্বারী শায়খ আব্দুল হাকিম নিশাপটী ।

দস্তারবন্দী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খলিফায়ে মাদানি আল্লামা আব্দুল মুবিন শায়খে ইমামবাড়ী বলেন, কুরআন সুন্নাহর অনুসরণ ব্যতীত অন্য কোন তন্ত্রে- মন্ত্রে দেশে শান্তি আসবে না । দেশের অশান্তি ও অস্থিরতা দূর করতে হলে কুরআন সুন্নাহর নির্দেশিত পথ অবলম্বন করতে হবে । ইহ-পরকালিন শান্তি ও মুক্তির জন্য মানব জীবনকে কুরআনের দেখানো পথেই পরিচালনা করতে হবে।

সভাপতির বক্তব্যে শায়খুল কুররা মাওলানা আব্দুল হাকিম বলেন, সহি শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করা অপরিহার্য। বিগত ৩০ বছর থেকে আমাদের কুরআন শিক্ষা পরিষদ মানুষের কুরআন তেলাওয়াত শুদ্ধকরণ ও কুরআনের উচ্চারণ বিজ্ঞান প্রশিক্ষণ দিচ্ছে। এই ৩০ বছর পূর্তি মহাসম্মেলনে বোর্ডের ফারিগ কারীদের সম্মাননা পাগড়ি দেওয়া হয়েছে। তারা বিশ্বের আনাচে- কানাচে কুরআনের তাজবীদ শিক্ষার মহান খেদমত আঞ্জাম দিচ্ছেন।

এতে তেলাওয়াত করেন, বিশ্বের শ্রেষ্ঠকারী মিশরের ক্বারী শায়খ মানসুর জুমা মানসুর, ঢাকার ক্বারী নাজমুল হাসান প্রমুখ।

দস্তারবন্দী মহাসম্মেলনে বিভিন্ন অধিবেশনে পরিচালনা করেন,পরিষদের সহসভাপতি ক্বারী মাওলানা উবায়দুর রহমান, মাওলানা ক্বারী আসআদ উদ্দীন,পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী আব্দুল মান্নান জালালাবাদী, ক্বারী আসম নূরুল্লাহ শফি, মুফতি ক্বারী জিল্লুর রহমান।

মহাসম্মেলনে বক্তব্য রাখেন, দরগাহ মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, শায়খুল হাদীস মাওলানা নূরুল ইসলাম খান, মাওলানা আব্দুশ শহিদ গলমুকাপনী, শায়খুল হাদীস মাওলানা রেজাউল হক, মাওলানা আসগর হোসাইন, শায়খুল হাদীস আব্দুর রহমান মনোহরপুরী, শায়খুল হাদীস মুস্তাফা কামাল, মাওলানা রেজাউল করিম জালালী, ক্বারী মাওলানা আব্দুল মতিন আছিরগঞ্জী, পরিষদের সহসভাপতি গহরপুর মাদরাসার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, বেফাকের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, জামেয়া মাদানিয়া কাজির বাজারের প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা, মুফতি আবুল হাসান, পরিষদের সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মাহফুজে এলাহি শাকির, মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা এমরান আলম,মাওলানা আবুল হাসান ফয়সাল, মাওলানা শাহ মিজানুল হক, ক্বারী মনঞ্জুর এলেহী তানভীর, মুফতী মুহাম্মদ মাহবুবুল হক, মুফতি ফরহাদ কোরেশী, মুফতি সৈয়দ নাসির উদ্দিন আহমদ, মাওলানা ক্বারী রশীদ আহমদ প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ