রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ।। ২৭ পৌষ ১৪৩২ ।। ২২ রজব ১৪৪৭


আজ চালু হচ্ছে ঢাকা-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট আজ রবিবার চালু হচ্ছে। বিজি-০৭ নামের ফ্লাইটটি আজ ম্যানচেস্টারের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে ফ্লাইটের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুহা. মাহবুব আলী। তিনি মুনাজাত ও ফিতা কেটে ফ্লাইট উদ্বোধন করবেন এবং যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের বিদায় জানাবেন।

জানা গেছে, বিমান বহরে সদ্য সংযোজিত বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার দিয়ে উদ্বোধন হচ্ছে ঢাকা-ম্যানচেস্টার রুটের যাত্রা। সপ্তাহে তিন দিন অর্থাৎ রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালিত হবে। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে প্রায় ৯০ হাজার বাংলাদেশি বসবাস করেন। তাদের অনেক দিনের আকাঙ্ক্ষা ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট চালু করার। এটি বিমানের ১৭তম রুট।

পূর্বে এ রুটে বিমানের ফ্লাইট পরিচালিত হতো। তবে সেপ্টেম্বর ২০১২ থেকে উড়োজাহাজ স্বল্পতার কারণে অস্থায়ীভাবে রুটটি বন্ধ রাখা হয়।

নতুন বোয়িং ৭৮৭-৯ এ সর্বমোট আসন সংখ্যা ২৯৮টি। এ উড়োজাহাজে ৩০টি বিজনেস ক্লাস, ২১টি প্রিমিয়াম ইকোনমি ক্লাস এবং ২৪৭টি ইকোনমি ক্লাস আসন রয়েছে।

আশা করা যাচ্ছে, আসন্ন প্রতীক্ষিত নিউইয়র্ক ও টরেন্টো রুটের হাব হিসেবে ব্যবহূত হবে ম্যানচেস্টার। এদিকে বিমানের মোবাইল অ্যাপস ব্যবহার করে যাত্রিগণ নিজের মোবাইল ফোন থেকেই কিনতে পারবেন বিমানের সব গন্তব্যের টিকিট। মূল্য পরিশোধ করতে পারবেন বিকাশ/রকেটসহ যেকোনো কার্ডের মাধ্যমে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ