আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বালুবাহী বাল্কহেড ডুবিতে ঘুমন্ত অবস্থায় চার শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাল্কহেডের মাস্টারসহ দুজনকে জীবিত উদ্ধার করা হয়।
শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ডুবে যাওয়া বাল্কহেডসহ চারজনের মরহেদ উদ্ধার করেন।
নিহতরা হলেন- ঝালকাঠির নলছিটির কান্দেবপুর এলাকার তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৩৯), পিরোজপুরের কাউখালীর চাষেরকাঠি এলাকার আব্দুর রব তালুকদারের ছেলে মোস্তফা (৫৫), পিরোজপুরের বটবাড়ির ছোট আরজি এলাকার রাশেদ হাওলাদারের ছেলে বাবু (১৮) এবং বরিশালের বানারিপাড়ার ইলুহার এলাকার মহিবুল্লাহ (৬০)।
ফতুল্লা বিসিক শিল্পনগরীর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কাজল মিয়া জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি বালিবাহী বাল্কহেড নোঙর করে শ্রমিকরা সেটা পরিষ্কার করছিলেন। এ সময় হয়তো কোনো স্থানে ছিদ্র হয়ে যায়। পরে শ্রমিকরা ঘুমিয়ে পড়লে বাল্কহেডের ভেতর পানি প্রবেশ করে ডুবে যায়। এতে বাল্কহেডের ভেতরে থাকা ছয়জনের মধ্যে চারজন মারা যান। আর বাল্কহেডের মাস্টারসহ দুজনকে জীবিত উদ্ধার করা হয়।
কাজল মিয়া আরও জানান, পাগলা নৌ পুলিশ নিহত বাল্কহেডের শ্রমিকদের মরদেহ উদ্ধার করে কেরানীগঞ্জ থানায় নিয়ে গেছে। পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
-এএ