রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ।। ২৭ পৌষ ১৪৩২ ।। ২২ রজব ১৪৪৭


পাটকল শ্রমিকদের মধ্যে খেলাফত মজলিসের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, সারাদেশের পাটকল শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। বেতন-ভাতা না পেয়ে হাজার হাজার শ্রমিক পরিবার পরিজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর ডেমরা এলাকার পাটকল শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।

মাওলানা মোহাম্মদ ইসহাক আরও বলেন, সরকার বিভিন্ন সময়ে পাটকল শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। যেকারণে শ্রমিকরা বারবার রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। অনশনসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। পাটকল শ্রমিকদের সাথে আর টালবাহানা না করে অবিলম্বে শ্রমিকদের সকল ন্যায্য দাবি মেনে নিতে হবে।

কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরী সাধারণ সম্পাদ মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত ডেমরা এলাকার পাটকল শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক আবদৃল জলিল, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, আবদুর রহীম মঞ্জু, জামাল হোসেন, আবদুল মান্নাফ, মুহাম্মদ সোহাগ হোসেন প্রমুখ।

-এএ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ