আওয়ার ইসলাম: গত কয়েকদিন কিছুটা স্থিতিশীল থাকলেও আবার বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৪০ টাকার মতো।
শুক্রবার রাজধানীর কারওয়ানবাজার, রামপুরা, মালিবাগ, হাজীপাড়া, খিলগাঁও এলাকার বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
গত বছরের সেপ্টেম্বরের শেষে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। এতে অস্থির হয়ে ওঠে দেশীয় পেঁয়াজের বাজার। সর্বকালের রেকর্ড ছাড়িয়ে পেঁয়াজের কেজি গিয়ে দাঁড়ায় তিনশ’ টাকার কাছাকাছি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের নানা চেষ্টা ব্যর্থ হয়। এসময় পাকিস্তান ও মিশর থেকে পেঁয়াজ আমদানি করে তা টিসিবির ট্রাক সেলের মাধ্যমে বিক্রি শুরু হয়। একই সঙ্গে বাজারে আসে কলিসহ নতুন পেঁয়াজ। টিসিবির ৪৫ টাকা কেজির পেঁয়াজ ও ১০০ টাকা কেজি নতুন পেঁয়াজে স্বস্তি ফেরে।
কিন্তু এক মাসের ব্যবধানে আবারও অস্থিরতা দেখা দেয় পেঁয়াজের বাজারে। আমদানি করা পেঁয়াজের দেখা মিলছে না অধিকাংশ বাজারে। রাজধানীর বিভিন্ন বাজারে দেখা মিলেছে শুধুই দেশি পেঁয়াজের। আর দামও বেড়েছে। গত সপ্তাহে একশ’ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হওয়া দেশি পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়।
পেঁয়াজের দাম বাড়তি কেন এমন প্রশ্নের জবাবে কারওয়ানবাজারের পেঁয়াজের ২৪ নম্বর আরতদার আলাউদ্দিন আলী বলেন, ভারত থেকে পেঁয়াজ না আসা পর্যন্ত দেশে পেঁয়াজের দাম কমবে না। আমরা ভেবেছিলাম, নতুন পেঁয়াজ বাজারে উঠলে দাম কিছুটা কমবে এবং আমরা শান্তিমত ব্যবসা করতে পারব। কিন্তু আবহাওয়া ও নানা সমস্যার কারণে পেঁয়াজের দাম কোনোভাবেই কমছে না।
খিলগাঁওয়ে ব্যবসায়ী রুবেল মিয়া বলেন, কয়েক সপ্তাহ ধরে আমরা নতুন দেশি পেঁয়াজের কেজি ১০০ টাকা বিক্রি করেছি। কিন্তু এখন শ্যামবাজারেই পেঁয়াজের কেজি পড়েছে ১২০ টাকা। এই পেঁয়াজ এনে ১৪০ টাকার নিচে বিক্রি করা সম্ভব না। পাইকারিতে দাম কমলে আমরা আবার পেঁয়াজের দাম কমিয়ে দেব।
রামপুরার ব্যবসায়ী আলম বলেন, সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম আবার বেড়েছে। গত সপ্তাহে নতুন পেঁয়াজের কেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি করেছি। আজ তা ১৫০ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে।
-এএ