শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৬ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭


নির্ধারিত সময়ে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহা. আব্দুল্লাহ বলেছেন, বর্তমান সরকার সব ধর্মীয় সম্প্রদায়ের জন্য ব্যাপক উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। এসব প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে দেশে উল্লেখযোগ্য উন্নতি সাধিত হবে। তাই নির্দেশনা অনুযায়ী সঠিক সময়ে কাজ শেষ করতে হবে।

রোববার (২৯ ডিসেম্বর) সচিবালয়ের নিজ কার্যালয়ে ২০১৯-২০২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিভূক্ত প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক প্রকল্প হচ্ছে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্প। ইতোমধ্যে এ প্রকল্পের অধীনে যাবতীয় প্রস্তুতি শেষ করে ৫০৯টি মসজিদ নির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। বেশ কিছু মসজিদের নির্মাণ কাজও শেষের পথে। ৪৮৭টি মসজিদের নির্মাণ কাজের ‘ওয়ার্ক অর্ডার’ দেয়া হয়েছে। ৩৫৫টি মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে। এসব মসজিদের নির্মাণ কাজ দ্রুত সময়ে শেষ করতে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বর্তমান অর্থবছরে অনুমোদিত প্রকল্পের সংখ্যা ১০টি। এরমধ্যে উল্লেখযোগ্য প্রকল্প হলো প্রতিটি জেলা ও উপজেলায় ১টি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প, প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্প ইত্যাদি।

প্রতিমন্ত্রী আরও বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মসজিদ, মন্দির ও প্যাগোডাভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পগুলোর মাধ্যমে প্রাক-প্রাথমিক ও নৈতিক শিক্ষা দিয়ে উন্নত জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। গত অর্থবছরে সরকারের প্রাক-প্রাথমিক শিক্ষা কর্মসূচিতে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ৩২ লাখ। এর মধ্যে ১২ লাখ ৪৬ হাজার শিশু ধর্ম মন্ত্রণালয়ের অধীন তিনটি প্রকল্পের মাধ্যমে শিক্ষা গ্রহণ করছে।

বৈঠকে জানােনা হয়, সরকার ২২৮ কোটি ব্যয়ে সারাদেশের ১ হাজার ৮১২টি মন্দির সংস্কারের প্রকল্প গ্রহণ করেছে। এছাড়া ২৩ কোটি ব্যয়ে ৩টি কর্মসূচির মাধ্যমে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ ১৯৯টি মন্দিরের সংস্কার কাজ প্রায় সম্পন্ন হয়েছে।

চলতি ২০১৯-২০২০ অর্থ বছরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থার মাধ্যমে মোট ১০টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। যার মোট বরাদ্দের পরিমাণ ৯৯৫ কোটি ৩৫ লাখ টাকা।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান, অতিরিক্ত সচিব কাজী হাসান আহমেদ, ড. মোয়াজ্জেম হোসেন, ওয়াকফ প্রশাসক মুহা. শহিদুল ইসলামসহ বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ