আওয়ার ইসলাম: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার বেলা ১২টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর সোয়া ১২টার দিকে পার্টি অফিসের সামনে কে বা কারা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
জানা গেছে, একটি মোটরসাইকেলে করে দুজন আরোহী বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চারটি ককটেল নিক্ষেপ করে দ্রুত চলে যায়। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলেও বাকি তিনটি বিস্ফোরিত হয়নি।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আজাদ বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা কোনও বিশৃঙ্খলায় বিশ্বাসী না। সিটি নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ভয়ভীতি সৃষ্টির জন্য তৃতীয় কোনও পক্ষ এ ঘটনা ঘটিয়েছে। ওই পক্ষটি বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।
-এএ