আওয়ার ইসলাম: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। উত্তরে আতিকুল ইসলাম ও দক্ষিণে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মনোনয়ন পেয়েছেন বলে জানা গেছে।
শনিবার (২৮ ডিসেম্বর) রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাদের মনোনয়ন দেয়ার বিষয়টি চূড়ান্ত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নাম বৈঠকে চূড়ান্ত করা হলেও ঘোষণা করা হয়নি।
আজ রোববার বেলা ১১টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে একক প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
গতকাল রাতে বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের ব্যাপারে বিচার-বিশ্লেষণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছেও কিছু তথ্য আছে, গোয়েন্দা সংস্থার রিপোর্ট নেয়া হয়েছে।
আজ মেয়র এবং দল সমর্থিত করে দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে বিএনপির নীতিনির্ধারণী ফোরামে। দলের মেয়র প্রার্থীরাও অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন।
এদিকে উত্তর সিটিতে দলটির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও দক্ষিণে অবিভক্ত ঢাকা সিটির মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।
-এএ