শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ।। ২৯ কার্তিক ১৪৩২ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আমার পিতা ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার অন্যতম পুরোধা: মাওলানা মাহমুদ মাদানী  খতমে নবুওয়াত মহাসম্মেলন: গাড়ি পার্কিং ও জরুরি দিকনির্দেশনা বিদেশিদের দালাল আর পাশের দেশের প্রেসক্রিপশনে আর নয়: চরমোনাই পীর গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে জাতির সাথে তামাশার শামিল: অধ্যাপক মাওঃ ইমরান আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে জমিয়তের পূর্ণ সংহতি ও সমর্থন কোন দলের আপত্তি কতটা বিবেচনায় নিলেন ড. ইউনূস গণভোটে আমরা রাজি, অপশনের বিষয়ে সিদ্ধান্ত জনগণের খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার আহ্বান মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়ার ঢাকা-১৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

জামিয়াতুর রহমাহ গাজীপুরের ৩ দিনব্যাপি মহাসম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল হক খান: চলছে ওয়াজের বসন্ত। মানুষের হেদায়াতের জন্য এসব আয়োজন করে থাকেন মাহফিল কর্তৃপক্ষ। প্রতিটি জেলা, থানা ও গ্রাম পর্যায় পর্যন্ত হয়ে থাকে এসব মাহফিল। কওমি মাদরাসা-মসজিদ ছাড়াও বিভিন্ন ধর্মীয় সংস্থাগুলো এসব ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে থাকেন। কেউ একদিন, কেউ দুদিন তিনদিন ছাড়া পাঁচদিন সাতদিনও করে থাকেন কেউ কেউ।

সে ধারাবাহিকতায় গাজীপুরের সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়াতুর রহমাহ গাজীপুরে বছর হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষ্যে আয়োজন করেছে ষষ্ঠবার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন।

৩০, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি (সোম, মঙ্গল ও বুধবার) এ মাহফিল চলবে। এতে মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, দারুল উলুম দেওবন্দের নাজেমে দারুল ইকামা আল্লামা মুনির আহমাদ নকশবন্দী ও অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, পীর সাহেব, দেওনা, কাপাসিয়া, গাজীপুর।

১ম দিনের প্রধান মেহমান- আল্লামা সোহরাব আলী খান কাসেমী, শায়খুল হাদিস, জামিয়া দারুল উলুম সিদ্দিকীয়া, কলকাতা, ভারত। এছাড়াও বয়ান পেশ করবেন- অধ্যক্ষ মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, মুফতি ওয়ালি উল্লাহ, মুফতি মনির হুসাইন কাসেমী, মাওলানা আব্দুর রহিম আল মাদানী, মাওলানা ইউনুস আহমদ প্রমুখ।

২য় দিনের প্রধান মেহমান- মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই। এছাড়াও বয়ান পেশ করবেন- মুফতি মিজানুর রহমান সাঈদ, মুফতি আবুল বাশার নোমানী, মুফতি শফিকুল ইসলাম, মুফতি যিকরুল্লাহ খান, মাওলানা আব্দুল বাসেত খান, মুফতি আবূ ইউসুফ আল মাদানী, মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ, মাওলানা হাবিবুর রহমান মিয়াজী প্রমুখ।

৩য় দিনের প্রধান মেহমান- আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী, সহকারী মহাপরিচালক, দারুল উলুম হাটহাজারী, চট্টগ্রাম। এছাড়াও বয়ান পেশ করবেন- আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি দিলাওয়ার হুসাইন, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা হাসান জামিল, মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, মাওলানা রফিকুল ইসলাম হরশপুরী, মাওলানা ইনআমুল হাসান ফারুকী প্রমুখ।

জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহাজ হাফেজ মাওলানা গাজী আল মাহমুদ উক্ত মাহফিলে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ