শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২০ রজব ১৪৪৭

শিরোনাম :
আজ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নামাজে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মুসল্লির যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল, নিহত আরও ১৪ ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি হুজাইফার ইন্তেকাল আধিপত্যবাদের বিরুদ্ধে নো কম্প্রোমাইজ: ইসলামী ছাত্র আন্দোলন  প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবীবকে ‘রোহিঙ্গা’ বলে ইঙ্গিত রুমিন ফারহানার ‘আসন সমঝোতা শিগগির চূড়ান্ত না হলে জনগণের প্রত্যাশা ব্যাহত হবে’  চারদিনে ইসিতে আপিল ৪৬৯টি, শেষদিন কাল সরকারকে বেকায়দায় ফেলতে বার বার হামলা চালানো হচ্ছে: মির্জা ফখরুল গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ঝুটের অর্ধশতাধিক গোডাউন

যাত্রা শুরু করল 'ইসলামিক কালচারাল ফোরাম'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলমানদের ঈমানী চেতনা জাগ্রত করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ইসলামিক কালচারাল ফোরাম। কৃষ্টি-কালচার ও তাহজিব-তামাদ্দুনে স্বতন্ত্র অবস্থান তৈরিতে কাজ করবে এই সংগঠনটি।

শনিবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এটি যাত্রা শুরু করে। এ সময় উপস্থিত ছিলেন দেশের ৬৪ জেলার ও ঢাকার ৪৯ থানা থেকে আগত উলামা-মাশায়েখ ও ইসলামী বুদ্ধিজীবিগণ।

এ সময় ফোরামের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহা. নাজমুল হকের সঞ্চালনায় আগত অতিথিরা তাদের বক্তব্য তুলে ধরেন।

এসময় বক্তারা বলেন, জাতীয় রাষ্ট্রীয় আন্তর্জাতিক বিষয়াদিতে কুরআন-হাদিসের সিদ্ধান্ত ও নির্দেশনা জানানো এবং জনগণের দায়িত্ব সম্পর্কে অবহিত করাই আমাদের লক্ষ্য। সত্যিকারের সোনার বাংলা তৈরিতে জনগণকে সুদ, ঘুষ, দুর্নীতি ইত্যাদি ক্ষতিকর দিক সম্পর্কে কুরআন হাদিসের গবেষণামূলক নির্দেশনা সম্পর্কে জানিয়ে তাদের মধ্যে ইসলামী চেতনা জাগ্রত করতে হবে।

বক্তারা আরও বলেন, নিজেদের জাতীয় গৌরবোজ্জ্বল সত্য ইতিহাসও ইসলামি মনীষীদের জীবনী জানানোর ব্যবস্থা করে বাংলাদেশের মুসলমানদের সহযোগিতা করতে চাই আমরা।

ফোরামের চেয়ারম্যান ও তেজগাঁও ঐতিহ্যবাহী রহিম মেটাল মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান মমতাজী বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস ব্রিটিশ থেকে ভারত পাকিস্তান থেকে বাংলাদেশ সম্বন্ধে নবীন ও তরুণ প্রজন্মকে জানাতে হবে।

তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নেই। এ বিষয়টি কুরআন হাদিসের আলোকে সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ পূর্বক জনসাধারণকে জানানোর ব্যবস্থা করে তাদের মধ্যে ইসলামের সুন্দর জীবন ব্যবস্থা জাগ্রত করে তুলতে কাজ করবে এই ফোরাম।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মাওলানা আবু জাফর কাসেমী, মাওলানা কারামাত আলী, মাওলানা মানসূরুল হক, মাওলানা রিয়াদুল ইসলাম, মুফতী আব্দুর রহিম কাসেমী, মাও. আবুল কাসেম অশরাফী, মুফতী ওয়াহিদুল আলম, মাও. শফিকুল ইসলাম, মুফতী আব্দুর রাজ্জাক, মাও. শফিকুল ইনলাম, মাও. আজিজুর রহমান, মাও. ফুরকান উদ্দিন, সৈয়দ তাসাদ্দেক হোসেন, হাজী ফজলুল হক প্রমুখ।

অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন হাটহাজারী মাদরাসার মাওলানা মমতাজুল করিম (বাবা হুজুর)। এসময় তিনি ফোরামের পক্ষে দেশ-জাতির উন্নয়নের জন্য দোয়া করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ