আওয়ার ইসলাম: খেলাফত মজলিস নোয়াখালী সদর (সুধারাম) উপজেলা সভাপতি মাওলানা আবদুল আউয়াল বাহার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ শনিবার সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি একটি দাখিল মাদরাসার সুপার ছিলেন।
জানা যায়, শুক্রবার চক্ষু অপারেশনের জন্য ইসলামী চক্ষু হাসপাতালে তার চোখের অপারেশনের সময় তিনি স্ট্রোক করেন। পরে রাতেই তাকে ধানমন্ডি ল্যাবএইডে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মারা যান। তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে রেখে যান।
মাওলানা আবদুল আউয়াল বাহারের মৃত্যুর খবর শুনে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজীসহ নেতৃবৃন্দ ল্যাবএইডে ছুটে যান।
এদিকে মাওলানা আবদুল আউয়াল বাহারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, মরহুম আবদুল আউয়াল বাহার ছাত্র জীবন থেকে ইসলামী আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। তিনি আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার কাজে নিজেকে আমৃত্যু সম্পৃক্ত রেখেছেন।
তারা মরহুম আবদুল আউয়াল বাহারের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং শোক সন্তপ্ত আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
-এএ