বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ।। ১৩ কার্তিক ১৪৩২ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইনসাফভিত্তিক রাষ্ট্র চাইলে বিশ্বস্ত ব্যক্তিদের সংসদে পাঠাতে হবে : মোহাম্মদ আলী জুলাই সনদ বাস্তবায়ন হওয়া ছাড়া নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই : নাহিদ ইসলাম তালাক নয়, সংশোধনেই সমাধান: শায়খ আহমাদুল্লাহ শহীদের রক্তের বদলা ইসলামের বিজয়ের মাধ্যমেই নেওয়া হবে : মাসুদ মেট্রোরেল নিরাপদ, যাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের দেশকে বিএনপি তিনবার ও আ.লীগ একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল: চরমোনাই পীর টেকসই গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : মাসুদ সাঈদী আফগান শান্তি আলোচনা ভেঙে যাওয়ার কারণ ভারত: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী অবৈধ মোবাইলের ব্যবহার বন্ধ করতে চালু হচ্ছে এনইআইআর সিস্টেম ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমানের সফল উড্ডয়ন

প্রক্টরের পদত্যাগসহ ৪ দফা দাবি সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টরের পদত্যাগসহ চার দফা দাবি জানিয়েছে নবগঠিত ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’ নামের ১২টি ছাত্র সংগঠন।

শুক্রবার সংগঠনগুলো একজোট হয়ে ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায়।

দাবিগুলো হলো- ডাকসু ভিপি নুরুল হক নুর ও অন্যদের ওপর হামলায় জড়িতদের দ্রুত বিচার ও একাডেমিক বহিষ্কার, ঢাবির প্রক্টরের পদত্যাগ, নুর ও অন্যদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গণতান্ত্রিক পরিবেশ এবং শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম- আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক আকতার হোসেন।

আকতার হোসেন বলেন, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে একটি ভয়ের সংস্কৃতি সৃষ্টি করেছে। অতিসম্প্রতি তারা ডাকসু ভবনে ঢুকে ভিপি নুরুল হক নুরসহ শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা করেছে। ক্যাম্পাসের নিরাপত্তার জন্য সিসিটিভি লাগানো হলেও, সিসিটিভির ফুটেজ লুকিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন হামলাকারীদের পক্ষে কথা বলার চেষ্টা করে যাচ্ছে।

তিনি বলেন, ছাত্রলীগ প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে এবং ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে শিক্ষাঙ্গণগুলোকে নির্যাতন সেলে পরিণত করেছে। অগণতান্ত্রিক শিক্ষাঙ্গন উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটি বাধা।

ঢাবি প্রক্টর হামলাকারীদের হাত থেকে আহতদের বাঁচাতে কোনো ধরনের উদ্যোগ নেননি। এমনকি তিনি হামলাকারীদের পক্ষে কথা বলছেন। আমরা প্রক্টরের প্রদত্যাগ দাবি করছি, যোগ করেন তিনি।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ ১২টি ছাত্র সংগঠন জোটবদ্ধ হয়ে গঠিত এ প্লাটফর্মটি শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাস ও নির্যাতনমুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার ঘোষণা দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ