আওয়ার ইসলাম: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট বৈঠকে আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ (শুক্রবার) বিকেল সাড়ে ৫টায় ২০ দলীয় জোটের বৈঠক বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন এবং গণহত্যা হত্যা দিবসসহ চলমান ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
-এএ