আওয়ার ইসলাম: রাজধানীর মিরপুরের কালশীতে বাউনিয়া বাঁধ এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রচেষ্টায় ১ টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান তিনি।
সরেজমিনে দেখা গেছে, আগুনে বস্তির বেশির ভাগ ঘর পুড়ে গেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। হতাহতের খবরও নিশ্চিত হওয়া যায়নি এখন পর্যন্ত।
এর আগে মিরপুরের কালশীতে বাউনিয়া বস্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে আগুন লাগে। শুরুতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে পর্যায়ক্রমে মোট ১১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
-এএ