আওয়ার ইসলাম: নির্বাচন কমিশনের প্রতি দেশের মানুষের আস্থা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার সকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রতি দেশের মানুষের আস্থা নেই। জনগণ যেহেতু ভোট দিতে পারে না। সেজন্য কোনো নির্বাচনে জনগণ আগ্রহ দেখায় না। আর জনগণের মধ্যে যদি আগ্রহ না থাকে তাহলে সেটি কোনো নির্বাচন নয়।
নির্বাচন নিয়ে তিনি বলেন, আমরা এই নির্বাচনে কী আশা করছি? আমরা অতীতে যা দেখছি, তার প্রতিচ্ছবি দেখব। যেখানে নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে, উৎসাহ-উদ্দীপনা নিয়ে জনগণ ভোট দেবে, সেটা আশা করা যাচ্ছে না।
ইভিএম বিষয়ে তিনি বলেন, উন্নত দেশসহ প্রতিবেশী ভারতও বলছে ইভিএমে ভোট ম্যানুপুলেট করা যায়। যারা ইভিএম আবিষ্কার করেছেন, তারা এখন এটি প্রত্যাখ্যান করেছে। সেখানে আমাদের প্রধান নির্বাচন কমিশনার জেদ করেছেন ইভিএম জনগণকে গেলাবেনই। যখন জনগণের ইচ্ছার বিরুদ্ধে ইভিএম নির্বাচনে ব্যবহার করছে, তখন বুঝতে হবে এর পেছনে কোনো রহস্য আছে। আসলে এটা নির্বাচন কমিশন নয়, এটা সরকারের ইচ্ছা বাস্তবায়ন প্রতিষ্ঠান।
সাংবাদিকদের গয়েশ্বর বলেন, নির্বাচনে গেলেও সমালোচনা হয়, না গেলেও সমালোচনা হয়। সে কারণে সবাই প্রত্যক্ষ করেন এই নির্বাচন কমিশনের শেষ পর্যন্ত। আপনাদের মনতুষ্টির জন্য নির্বাচনে যাচ্ছি। আমরা না গেলেও আপনারা অনেক কথা বলবেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাসাস’র সভাপতি অধ্যাপক মামুন আহমেদ, সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জাকির হোসেন রোকনসহ কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।
-এএ