আওয়ার ইসলাম: রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএ (SADAQAH FOUNDATION USA)।
বুধবার (২৫ ডিসেম্বর) সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএ'র (SADAQAH FOUNDATION USA) আর্থিক সহায়তায় মাসর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় কম্বল বিতরণ করা হয়।
গরীব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন মাসর ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম কবির।

এসময় উপস্থিত ছিলেন, এলাকার সমাজ সেবক আলহাজ্ব মুহাম্মদ আলী, মাওলানা. মামুনুর রশীদ আনসারী ও মুহাম্মদ আব্দুল মালেক।
-এএ