আওয়ার ইসলাম: ২০১৯ সালের শেষ সূর্যগ্রহণ বাংলাদেশের আকাশে দৃশ্যমান হবে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)। জ্যোতির্বিজ্ঞানীরা এই বলয়গ্রাস সূর্যগ্রহণের নাম দিয়েছেন ‘রিং অব ফায়ার’। সূর্যগ্রহণের সময় সূর্যকে দেখাবে একটি রক্তাক্ত আংটির মতো। সূর্যকে বড়জোর ৩ মিনিট ৪০ সেকেন্ড এ অবস্থায় দেখা যাবে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আকাশ পরিষ্কার থাকা সাপেক্ষে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে আংশিকভাবে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। তবে, কেন্দ্রীয় সূর্যগ্রহণ শুরু হবে সকাল ৯টা ৩৬ মিনিট থেকে।
এ সময় সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করার কারণে চাঁদের ছায়া এসে সূর্যকে ঢেকে ফেলবে।
রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এই আংশিক সূর্যগ্রহণ পর্যবেক্ষণে ক্যাম্প আয়োজন করেছে।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল আটটা থেকে জাদুঘরের ছাদ থেকে দুইটি করোনাডো টেলিস্কোপের মাধ্যমে এই আংশিক সূর্যগ্রহণ পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে। এছাড়াও, সূর্যগ্রহণ নিয়ে থাকবে বিশেষজ্ঞ আলোচনা।
শ্রীলঙ্কা, দক্ষিণ ভারত, সৌদি আরব, কাতার, আমিরাত, ওমান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও ফিলিপিন থেকে এটা খুব ভালোভাবে দেখতে পাওয়া যাবে।
-এএ