বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

ময়মনসিংহের খানকায়ে হুসাইনিয়া মাদানিয়ায় ৩ দিনব্যাপী ইসলাহি মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন বাপ্পি
ময়মনসিংহ থেকে

আওলাদে রাসুল সা. আল্লামা হুসাইন আহমাদ মাদানী রহ. এর খলিফা আল্লামা আব্দুল মোমিন প্রতিষ্ঠিত, ময়মনসিংহের খানকায়ে হুসাইনিয়া মাদানিয়ায় আগামী ২৬, ২৭, ২৮ ডিসেম্বর (বৃহস্পতি, শুক্র, শনিবার) তিন দিনব্যাপী ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হবে।

ইসলাহী মাহফিলের প্রথম দিন ২৬ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহিলাদের জন্য আলোচনা করা হবে।এবং বিকেল ৩টা থেকে ও প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত পুরুষদের জন্য উন্মুক্ত থাকবে।

তিন দিনব্যাপী ইসলাহী মাহফিলে সভাপতিত্ব করবেন খলিফায়ে মাদানী আল্লামা আব্দুল মোমিন। সহ সভাপতিত্ব করবেন মাওলানা এমদাদুল্লাহ।

প্রথম দিন বয়ান করবেন- ভারতের দারুল উলুম দেওবন্দের নাযেমে তালিমাত মাওলানা নাযিম আহমাদ বারাবানকি। দারুল উলুম দেওবন্দের তাহাফফুজে খতমে নবুওয়তের বিভাগীয় প্রধান আল্লামা শাহ্ আলম গৌরখপুরী। আওলাদে রাসুল মাওলানা ইয়াকুব মাদানী। কারী সিদ্দিকুর রহমান রহ. এর খলিফা আল্লামা আব্দুর রহমান হাফিজ্জী।

শায়েখ কাতানিয়া এর খলিফা মাওলানা নুরুল ইসলাম খান। শায়েখ জাকারিয়া রহ. এর সোহবত প্রাপ্ত, মুফতি ফজলুল হক। শায়েখ আব্দুল মোমিনের খলিফা মাওলানা ফয়জুল ইসলাম ও মাওলানা আফসার উদ্দিন।

দ্বিতীয় দিন বয়ান করবেন- জমিয়তে উলামায়ে হিন্দের প্রধান আল্লামা আরশাদ মাদানীর ছেলে আযহার। মুফতি মাহমুদ গাংগুহী রহ. এর খলিফা আল্লামা নূর হুসাইন কাসেমী। মাওলানা ইব্রাহিম আফ্রিকীর খলিফা মাওলানা নাজমুল হাসান। শাহ্ হাকিম মোহাম্মাদ আখতার রহ. এর খলিফা মাওলানা সাঈদ নূর।

আল্লামা নূর হুসাইন কাসেমীর খলিফা মুফতি মাসউদুল করিম। ফিদায়ে মিল্লাত সাইয়্যেদ আসআদ মাদানী রহ. এর খলিফা মুফতি হাফিজুদ্দিন। শায়েখ আব্দুল মোমিনের খলিফা মাওলানা উবাইদুল্লাহ ফারুক, মাওলানা আব্দুল হাই  ও মাওলানা আযীযুল হক।

তৃতীয় দিন বয়ান করবেন- সাইয়্যেদ নাসির বিল্লাহ্ মক্কী। মাওলানা ইউসুফ আলী, আমীরে শরিয়ত উত্তর পূর্ব ভারত। শায়েখ আব্দুল মোমিনের খলিফা পীর শাহ্ আহলুল করিম লন্ডন। মোহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ. এর খলিফা মাওলানা আব্দুল হক,
ছওতুল হেরা মোমেনশাহীর শাইখুল হাদিস মাওলানা খালেদ সাইফুল্লাহ সা'দী।

আল্লামা শাহ্ আহমাদ শফীন খলিফা মাওলানা আবু সাবের আব্দুল্লাহ। অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীর খলিফা মাওলানা জুনায়েদ আল হাবিব। জামিয়া মাদানিয়া বারিধারার মুহাদ্দিস মাওলানা মাকবুল হুসাইন ও মাওলানা হেদায়াতুল্লাহ্।

ফিদায়ে মিল্লাত সাইয়্যেদ আস'আদ মাদানী রহ. এর খলিফা মাওলানা আনোয়ার মাহমুদ। ইসলাম টাইমস ২৪ ডট কমের সম্পাদক মাওলানা শরিফ মোহাম্মদ। শায়েখ আব্দুল মোমিনের খলিফা মাওলানা নাসির উদ্দিন খান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ