আবদুল্লাহ তামিম।।
দারুল উলূম দেওবন্দের সিনিয়র শিক্ষক আল্লামা সৈয়্যদ আরশাদ মাদানী বলেন, মাওলানা কাসিম নানুতুবী রহ. ও মাওলানা হুসাইন আহমদ মাদানী রহ. দারুল উলুম দেওবন্দ কে আমাদের কাছে আমানত হিসেবে রেখে গেছেন। এ আমানত আমাদের রক্ষা করতে হবে।
দারুল উলুম দেওবন্দের এক জরুরি সভায় গতকাল শুক্রবার তিনি আরো বলেন, ভারতের চলমান পরিস্থিতিতে আমাদের খুব সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। কারণ এ দারুল উলুম দেওবন্দ ঐতিহাসিক এক ইতিহাসের নাম। এটি আমাদের জন্য আমানত রেখে গেছেন আমাদের আকাবির গণ।
জানা যায়, দারুল উলূম দেওবন্দসহ অনেক মাদরাসাকে সরকার বন্ধ ঘোষণা করতে চাপ দিয়ে যাচ্ছে। এ চাপের মুখে মাদরাসাগুলো বন্ধ ঘোষণা করলে হয়ত অনিদৃষ্টকালের জন্য সরকার মাদরাসা খোলতে নাও দিতে পারেন। সেজন্য সরকারের আবেদন ফিরিয়ে দিয়েছে দারুল উলুম দেওবন্দ। এরই মধ্যে মাওলানা আরশাদ মাদানীসহ সিনিয়র উস্তাদ ও মজলিসে শূরা কয়েকবার মিটিং করেছেন। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী মাদরাসার ছাত্রদের সুরক্ষার বিষয় নিশ্চিত করতে আহ্বান জানান আল্লামা আরশাদ মাদানী। মাদরাসার কোনো ক্ষতি যেনো কোনোভাবে না হয় সেদিকে লক্ষ রাখার জন্য আহ্বান জানান তিনি। বৈঠকে মুহতামিম আল্লামা আবুল কাসেম নুমানীর সভাপতিত্বে দেওবন্দের সব শিক্ষক উপস্থিত ছিলেন বলে জানা যায়।
জারবে দেওবন্দ থেকে আবদুল্লাহ তামিম
-এটি