আওয়ার ইসলাম: আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে যাননি বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের আমন্ত্রিত নেতারা। তবে আওয়ামী লীগের কাউন্সিলে সংহতি জানাতে যায় বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে পার্টির একটি প্রতিনিধি দল। গিয়েছিলেন ১৪ দলের নেতারাও।
গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, গত বৃহস্পতিবার রাতে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন দেশে ফেরেন। পরে জোটের অন্য নেতাদের সঙ্গে কাউন্সিল নিয়ে আলোচনা হয়। সেখানে ড. কামাল হোসেন আওয়ামী লীগের সম্মেলনে যেতে অসম্মতি জানান। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সবার সঙ্গে কথা বলে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়- জাতীয় ঐক্যফ্রন্ট আওয়ামী লীগের ২১তম সম্মেলনে অংশ নেবে না।
এদিকে আওয়ামী লীগের সম্মেলনের দিন শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনেতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের কর্মসূচিও পরিবর্তন করা হয়েছে। শনিবার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এ সংবাদ সম্মেলন করবে দলটি। এতে আওয়ামী লীগের সম্মেলন নিয়ে বিএনপির পর্যবেক্ষণসহ প্রতিক্রিয়া জানানো হতে পারে।
আওয়ামী লীগের সম্মেলনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের শরীক দলগুলো বাদে ২০ দলীয় জোটের কোনো শরীক দলকে আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে যাওয়া বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগকেও দাওয়াত দেয়া হয়নি।
-এএ