বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ ।। ২৪ পৌষ ১৪৩২ ।। ১৯ রজব ১৪৪৭

শিরোনাম :

ভারতের নতুন নাগরিত্ব বিল বাতিলের দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের এনআরসি বিল ও নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ করেছে একাধিক ইসলামী দলের নেতাকর্মী।

সমমনা ইসলামী দলের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলালের পরিচালনায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মজিবুর রহমান হামিদী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী।

বিক্ষোভে বক্তারা বলেন, ভারতের নাগরিকত্ব বিলের মাধ্যম দেশটি থেকে সাধারণ মুসলিমদের বিতাড়িত করার পাঁয়তারা চলছে।

সমাবেশ থেকে অবিলম্বে মোদি সরকারকে এ বিল বাতিল করতেও আহ্বান জানান তারা।

আরও বক্তব্য রাখেন শেখ গোলাম আজগর, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্নমহাসচিব মাওলানা নাসির উদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসাইন, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, ইসলামী ঐক্য আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসাইন, অফিস সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, মুসলিমলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খান আসাদ প্রমূখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ