মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


বিক্ষোভে উত্তাল ভারত, নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ জুড়ে ছড়িয়ে পড়া সহিংসতায় ৬ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে রাজ্য পুলিশ।

আজ শুক্রবার উত্তর প্রদেশের পুলিশের মহাপরিচালক ওপি সিং দাবি করেছেন পুলিশের গুলি চালানোর কারণে একটি মৃত্যুও ঘটেনি। ওপি সিং দাবি কলেন, ‘আমরা একটি গুলিও চালাইনি’।

পুলিশের দেওয়া তথ্য অনুসারে, বিজনোরে দু'জন বিক্ষোভকারী এবং সাম্ভাল, ফিরোজাবাদ, মীরাট ও কানপুরে একজন করে মারা গিয়েছেন। এনডিটিভিকে পুলিশের কর্মকর্তা জানান, ‘আমরা কারও দিকে গুলি চালাইনি। যদি কোন গুলি চালানো হয় তবে তা প্রতিবাদকারীদের পক্ষ থেকেই হয়েছিল’।

আজ শুক্রবার নামাজের পরে রাজ্যের ১৩টি জেলায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। হাজারে হাজারে মানুষ রাস্তায় সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করে নিষেধাজ্ঞা অস্বীকার করেই রাস্তায় নামেন।

বিপুল জনতা এবং পাথর ছুঁড়তে থাকা বিক্ষোভকারীদের মুখোমুখি হয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করার জন্য লাঠিচার্জ শুরু করে এবং কাঁদানে গ্যাসের ব্যবহারও করে।

আজ শুক্রবারের নামাজের আগে কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করা সত্ত্বেও এই হিংসার ঘটনা আবারও প্রশ্ন তুলছে।

নাগরিকত্ব আইনের লক্ষ্য বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিক হওয়ার পথকে আরও সহজ করে তোলা। উত্তর-পূর্বের বিক্ষোভকারীরা দাবি করেছেন যে এর ফলে ১৯৮৫ সালের অসম চুক্তিকে বাতিল করে দেবে এবং এই অঞ্চলে অবৈধ অভিবাসীদের প্রবেশের জন্য দ্বার উন্মুক্ত করবে।

দেশের অন্যান্য অংশের প্রতিবাদকারীরা এই আইনকে ‘বৈষম্যমূলক' এবং ‘অসাংবিধানিক' বলেও মনে করছেন যা আদতে ভারতের ধর্মনিরপেক্ষতার পরিচয়কেই ক্ষতিগ্রস্থ করবে।

গতকাল বৃহস্পতিবার বিতর্কিত এই আইনের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের মধ্যেই লখনউতে সংঘর্ষের জেরে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ