বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ ।। ২৪ পৌষ ১৪৩২ ।। ১৯ রজব ১৪৪৭

শিরোনাম :

আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকেল ৩টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আওয়ামী লীগের বর্ণাঢ্য এ সম্মেলনের উদ্বোধন করেন তিনি।

এদিকে সম্মেলন ঘিরে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা নেতাকর্মীদের ঢল নামে সম্মেলনস্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

সংসদের বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের নেতৃত্বে পার্টির একটি প্রতিনিধি দল আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়েছে।

তবে সম্মেলনে যাচ্ছেন না বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিএনপির নেতারা। বিষয়টি ঐক্যফ্রন্ট এবং বিএনপির দলীয় সূত্র নিশ্চিত করেছে।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে প্রায় সাত হাজার কাউন্সিলর অংশ নেবেন। সম্মেলনের কাউন্সিল অধিবেশন ২১ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ