বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ ।। ২৪ পৌষ ১৪৩২ ।। ১৯ রজব ১৪৪৭

শিরোনাম :

সচিবালয় এলাকায় হর্ন বাজিয়ে ফেঁসে গেলেন উপসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নীরব জোন হিসেবে ঘোষিত রাজধানীর সচিবালয় এলাকায় গাড়ির হর্ন বাজানোর অপরাধে এক উপসচিবের গাড়ি আটক করা হয়েছে। জরিমানা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই উপসচিবের কাছ থেকে ৫০০ টাকাও আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের আওতাধীন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ উপসচিবের কাছ থেকে এ জরিমানা আদায় করেন।

এর আগে দুপুর থেকে নীরব জোন হিসেবে ঘোষিত ওই এলাকাকে গাড়ির হর্নমুক্ত রাখতে অভিযান শুরু করেন ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি নিশ্চিত করে কাজী তামজিদ আহমেদ বলেন, নীরব জোন হিসেবে ঘোষিত সচিবালয়ের সামনের রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক উপসচিব হর্ন বাজান। এ সময় উপসচিব নিজেই গাড়িটি চালাচ্ছিলেন।

তিনি আরো বলেন, নীরব এলাকায় হর্ন বাজানোর অপরাধে ওই উপসচিবকে ৫০০ টাকা জরিমানা করে সঙ্গে সঙ্গে আদায় করা হয়। তবে ওই উপসচিবের নাম প্রকাশ করেননি ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ।

এদিন সচিবালয় এলাকায় হর্ন বাজানোর অপরাধে গণমাধ্যম কর্মীদের যাতায়াতের পরিবহন, একাধিক প্রাইভেটকার, জিপ গাড়ি ও মাইক্রোবাসসহ বেশ কয়েকটি গাড়ি আটক করা হয়। তার মধ্যে শব্দদূষণ করায় পরিবেশ আইনে ১৫টি মামলা ও চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে জানিয়েছেন দায়িত্বরত ম্যাজিস্ট্রেট।

উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিনের সভাপতিত্বে ২৫ নভেম্বর অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় ১৭ ডিসেম্বর থেকে বাংলাদেশ সচিবালয়ের চারপাশ অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নীরব জোন বা হর্ন বিহীন এলাকা হিসেবে কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ