মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে নতুন করে সাজানোর দাবি করেছেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মালয়েশিয়ায় 'কুয়ালালামপুর সামিটে' ভাষণ দেওয়ার সময় এ দাবি জানান তিনি।

তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য মিলে ১৭০ কোটি মুসলমানসহ অন্য জাতিগুলোর ভাগ্য নির্ধারণ করছে। যেটা একেবারেই যৌক্তিক নয়। আমরা এটা হতে দেব না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে নতুন করে সাজাতে হবে।

মুসলিম বিশ্ব অনেক সিদ্ধান্ত নেওয়ার পরও সেগুলো বাস্তবায়ন করতে পারছে না বলে মন্তব্য করেন এরদোগান। তার ভাষায়, পশ্চিমা দেশগুলোর নেতারা সন্ত্রাসবাদে সমর্থন দিচ্ছেন। কিন্তু আমরা সন্ত্রাসবাদের মোকাবিলা করে যাব।

মুসলিম দেশগুলোর সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার থেকে কুয়ালালামপুরে আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে।

এতে এরদোগান ছাড়াও যোগ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও কাতারের আমির শেখ তামিম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ