আওয়ার ইসলাম: টঙ্গী থেকে অপহরণের তিন দিন পর সৌদি আরব প্রবাসীর লাশ কালিয়াকৈর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে কালিয়াকৈরের বেনুপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত রবিন আহমেদ (৩০) ব্রাক্ষ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর দাররার এলাকার আব্দুল হালিমের ছেলে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, রবিন গত ১১ নভেম্বর তিন মাসের ছুটিতে দেশে আসেন। জরুরি প্রয়োজন ছাড়া তিনি বাড়ি থেকে বের হতেন না।
গত রবিবার (১৫ ডিসেম্বর) সকালে বাজারের যাবার জন্য বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। সন্ধ্যা হলেও বাসায় না ফেরায় স্বজনরা মুঠোফোনে যোগাযোগ করলে বন্ধ পান। পরে বিভিন্ন মাধ্যমে তারা জানতে পারেন অজ্ঞাত কেউ তাকে অপহরণ করেছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী নাসরিন আক্তার প্রথমে একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে টঙ্গী পূর্ব থানায় অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে একটি অভিযোগ করেন।
অভিযোগের তদন্ত কর্মকর্তা টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন মোল্লা জানান, তদন্তে রবিনকে অপহরণের বিষয়টি ধরা পরে। মঙ্গলবার রাতে টঙ্গী কলেজগেট এলাকা থেকে সন্দেহভাজন সোহেল এবং আনারকলি রোড থেকে কাউসারকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী লাশ উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি’র) টঙ্গী জোনের সহাকারী পুলিশ কমিশনার আহসানুল হক জানায়, নিহতের ব্যাংক অ্যাকাউন্ট থেকে লেনদেনের তথ্য পাওয়া গেছে। নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডির) তদন্তে ঘটনার রহস্য উদঘাটন হয়।
-এএ