মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


প্রধানমন্ত্রীর সামরিক সচিবের ইন্তিকালে আল্লামা শফী ও বেফাক কর্মকর্তাদের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রীর সুদীর্ঘকালীন সামরিক সচিবের দায়িত্ব পালনকারী অত্যন্ত চৌকস অফিসার মেজর জেনারেল মিয়া মুহাম্মাদ জয়নুল আবেদীন গত ১৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসাপাতালে ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে আল-হাইয়াতুল উলয়া ও বেফাকের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী এবং বেফাকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।

আল্লামা আহমদ শফী আরো বলেন, কওমী সনদের স্বীকৃতি বাস্তবায়নে তার অনেক অবদান রয়েছে। তার মৃত্যুতে বাংলাদেশ এক জন সৎ, নীতিবান ও বড় মাপের দেশপ্রেমীক সামরিক কর্মকর্তাকে হারিয়েছে।

আলেম-ওলামার প্রতি তার আস্থা ও ভালবাসা যুগ যুগ ধরে জাতি স্মরণ করবে। বেফাকের চেয়ারম্যান মরহুমের শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ