মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


কুয়ালালামপুর সামিটে থাকছেন না ইমরান, কী বলছেন মাহাথির-এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাঁচটি মুসলিম দেশকে নিয়ে আয়োজিত ‘কুয়ালালামপুর সামিট-২০১৯’এ অংশ নিচ্ছেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ওই সম্মেলনে অংশ নিতে অপারগতার বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদকে টেলিফোনে জানিয়েছেন তিনি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, গতকাল (সোমাবার) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদকে ফোন করে কুয়ালালামপুর সামিটে অংশ নেয়ার ক্ষেত্রে তার অপারগতার কথা জানিয়ে দিয়েছেন। ইমরান খান এ জন্য দুঃখ প্রকাশও করেছেন।

সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সঙ্গে ইমরান খানের কয়েক দিন আগের বৈঠকের পর এমন সিদ্ধান্ত এল পাকিস্তানের।  তবে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় সৌদির চাপে ইমরান খান কুয়ালালামপুরে বৈঠকে যাচ্ছেন না বলে যে খবর প্রকাশ করেছে তা মিথ্যা বলে জানিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির।

এ নিয়ে মাহাথির বলেছেন, এটা তার (ইমরান খান) পছন্দ। আমরা তাকে জোর করতে পারি না। ইসলামে কোন বাধ্যবাধকতা নেই। তিনি বলেন, হয়ত ব্যক্তিগত কোন কারণে তিনি আসতে পারছেন না। দ্য আরব নিউজ, দ্য স্টার।

এ নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খান যদি একটি কাঠামোগত কর্মসূচির আওতায় কুয়ালালামপুরের সম্মেলনে যোগ দিতেন, তাহলে ভাল হত। তবে ইমরান খান উল্লেখযোগ্য কারণে সম্মেলনে অংশ নিতে পারবেন না বলে জানান তিনি।

জেনেভাতে পাকিস্তানি গণমাধ্যমের সাথে কথা বলার সময়েএরদোগান আরও বলেন, পাকিস্তান ও তুরস্কের সম্পর্ক ক্রমাগত উন্নতি হচ্ছে। কৌশলগত বিষয়ে আলোচনা করতে আমি ফেব্রুয়ারিতে পাকিস্তান সফর করব।

প্রসঙ্গত, আজ থেকে কুয়ালালামপুরে শুরু হচ্ছে পাঁচটি মুসলিম দেশকে নিয়ে আয়োজিত ‘কুয়ালালামপুর সামিট-২০১৯’। মুসলিম বিশ্বের চলমান সংকট নিরসন এবং আগামী দিনের কর্মকৌশল নির্ধারণে অনুষ্ঠিত হতে যাচ্ছে শীর্ষ এ ইসলামি সম্মেলন।

‘দ্য কুয়ালালামপুর সামিট ২০১৯’ শীর্ষক সম্মেলনটি আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদ সম্মেলনে সভাপতিত্ব করবেন।

কুয়ালালামপুরে অনুষ্ঠেয় এই সম্মেলনে ৫২ দেশের চার শতাধিক প্রতিনিধি অংশ নেবেন। এতে ২৫০ বিদেশিসহ চার শতাধিক প্রতিনিধি অংশ নেবেন।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান, কাতারের আমির শায়খ তামিম বিন হাম্মাদ থানি, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিসহ মুসলিম বিশ্বের শীর্ষ নেতা, গবেষক ও বুদ্ধিজীবীরা অংশ নেবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। তবে  ‘কুয়ালালামপুর সামিট-২০১৯’ এ অংশ নিচ্ছেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

পশ্চিমা বিশ্বে ক্রমবর্ধমান ইসলামবিদ্বেষ, বিরোধী প্রচারণা ও মুসলিম বিশ্বের চলমান সংকট নিরসনের লক্ষ্যে আলোচনা করবেন শীর্ষ নেতারা। ‘রাহমাতুল-লিল-আলামিন’কে (জগৎসমূহের জন্য রহমত) জাতীয় নীতিনির্ধারণ এবং মাকাসিদুশ-শারিয়ার আলোকে স্থানীয় ও আন্তর্জাতিক সংকট নিরসনের প্রস্তাবনা তুলে ধরা হবে সম্মেলনে।

এ ছাড়া মুসলিম বিশ্বের উন্নয়ন ও সার্বভৌমত্ব, অখণ্ডতা ও সুশাসন, সংস্কৃতি ও পরিচয়, সুবিচার ও স্বাধীনতা, শান্তি, নিরাপত্তা ও প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ, ইন্টারনেট ও প্রযুক্তি ব্যবস্থাপনা নিয়ে বিশেষ আলোচনা হবে। গত ২১ নভেম্বর ২০১৯ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদ ‘দ্য কুয়ালালামপুর সামিট ২০১৯’-এর সফট লঞ্চ করেন।- সূত্র : মালয় মেইল ও এফএমটি নিউজ, ডন, ডেইলি জং।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ