আওয়ার ইসলাম: ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের জেরে দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে যেসব শিক্ষার্থীদের মারধর করা হয়েছে তাদেরকে দেখতে জামিয়ায় গিয়েছে জমিয়তে উলামা হিন্দের একটি প্রতিনিধি দল।
জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানীর নির্দেশে সংগঠনটির সেক্রেটারি মাওলানা হাকিমুদ্দীন কাসিমীর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মাওলানা রিয়াজ আহমদ কাসেমী, ডা. আবু মাসঊদ, কারী আব্দুস সামী কাসেমী, মাওলানা রাকিম মুহাম্মাদ আরিফ কাসেমী প্রমুখ।
মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানীর বলেছেন, জমিয়তে উলামা হিন্দের পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের সেবা করার ঘোষণা দেয়া হয়েছে। জমিয়ত ভাল-মন্দ পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে আছে, থাকবে।
এদিকে আটককৃতদের মুক্তির দাবিতে দিল্লি পুলিশের সদর দফতর ঘেরাও করে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল।
জামিয়ার ভাইস চ্যান্সেলর নাজমা আখতার পুলিশের কাজকে ‘নিন্দনীয়’ বলে অভিহিত করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন শিক্ষার্থীদের সঙ্গে ওই আচরণে আমি দুঃখিত। আমি ছাত্রদের বলতে চাই ওই লড়াইয়ে তাঁরা একা নয়, আমিও তাঁদের সঙ্গে আছি।
আরএম/