মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


বায়তুল মুকাদ্দাসে দূতাবাস নেবে ব্রাজিল, আরব লীগের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম) শহরে দূতাবাস স্থানান্তর করবে ব্রাজিল।

সম্প্রতি বায়তুল মুকাদ্দাস শহরে বাণিজ্যিক দফতর খুলেছে ব্রাজিল। এরপর দেশটির প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো’র ছেলে ও প্রভাবশালী রাজনীতিবিদ এডওয়ার্ডো বোলসেনারো বলেন, ২০২০ সালে ব্রাজিলের দূতাবাস তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাস শহরে স্থানান্তর করা হবে।

এর আগে, যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসিনারো। ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করার পর ব্রাজিলের প্রেসিডেন্ট একই ধরনের ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু সে সময় তিনি কোনও তারিখ ঘোষণা করেননি।

তবে আরব লীগ ব্রাজিলের প্রেসিডেন্টকে এই মর্মে হুঁশিয়ার করে দিয়েছিল যে, ব্রাজিল তার দূতাবাস স্থানান্তর করলে এই লীগের সঙ্গে ব্রাজিলের সম্পর্কের চরম অবনতি হবে।

সূত্র: ইউরো নিউজ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ