মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


বাহরাইনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন ইমরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাহরাইনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। খবর ‘টাইমস অব ইসলামাবাদ’।

সোমবার (১৬ ডিসেম্বর) পালিত হয়েছে বাহরাইনের জাতীয় দিবস। এ দিন বিশেষ সফরে বাহরাইনে যান ইমরান খান। এ সময় দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা গ্রহণ করেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ইমরান খান এবারই প্রথম বাহরাইন সফর গেছেন। ইমরান খানের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ খবর দিয়েছে টিআরটি উর্দু।

বিবৃতিতে বলা হয়েছে, বাদশাহ হামাদ বিন আইসা আল খলিফার আমন্ত্রণেই বাহরাইন সফর করেছেন ইমরান খান। এই সফরে পাকিস্তান-বাহরাইন দ্বিপক্ষীয় ইস্যু এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বাহরাইনের বাদশাহ হামাদ বিন আইসা আল খলিফার সঙ্গে আলোচনা করেছেন ইমরান খান।

তাছাড়া বাহরাইনের সঙ্গে উচ্চ শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, ক্রীড়া এবং চিকিৎসা বিজ্ঞান নিয়ে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন তিনি বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ