আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি শেখ গোলাম আসগর বলেছেন, লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। জাতীয় ঐক্য বিনষ্টকারী যেকোন পদক্ষেপ থেকে সবাইকে দূরে থাকতে হবে।
মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার বিকেল ৩টায় বিজয়নগরের মজলিস মিলনায়তনে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার পেশী শক্তির জোরে ক্ষমতায় টিকে আছে। স্বাধীনতার ৪৮ বছর পরেও দেশবাসী ভোটাধিকার বঞ্চিত। জুলুম-নির্যাতন, ঘুষ, দুর্নীতি, দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে জনগণ আজ পিষ্ট। বেতন-ভাতার জন্যে রাস্তায় অনশন করে শ্রমিকদের মৃত্যুর ঘটনা ঘটছে। এ অবস্থার উত্তরণে সবাইকে সোচ্চার হতে হবে।
শেখ গোলাম আসগরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী।
অন্যান্যের মধ্যে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় বায়তুলমাও ও আইনসম্পাদক এডভোকেট মুহা. মিজানুর রহমান, অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মুহা. আবদুল জলিল, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, অধ্যাপক মাওলানা আজীজুল হক, খন্দকার সাহাব উদ্দিন আহমদ, মুহা. আবুল হোসেন, মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, কাজী আরিফুর রহমান, এইচ এম হুমায়ুন কবির আজাদ।
মুফতি আজীজুল হক, এডভোকেট সৈয়দ মুহাম্মদ সানাউল্লাহ, ড. আব্দুর রহমান, আমীর আলী হাওলাদার, এইচ এম এরশাদ, মাহবুবুর রহমান চৌধুরী, ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি কে এম ইমরান হোসাইন, ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি আজীজ উল্লাহ আহমদী প্রমুখ।
সভায় মহান মুক্তিযুদ্ধে শহিদদের জন্যে বিশেষ দোয়া-মুনাজাত করা হয়।
-এএ