আবদুল্লাহ তামিম।।
গত সপ্তাহে অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যের ২০১৯ সালের নির্বাচন। নির্বাচনে এবার রেকর্ড সংখ্যক মুসলিম পার্থী লড়েছেন। গোটা রাজ্যে সর্বমোট ৭০ জন মুসলিম পার্থীর মধ্যে ২৪ জন বিজয় অর্জন করেছেন।
যুক্তরাজ্যভিত্তিক কয়েকটি প্রতিকায় দেখা গেছে, যুক্তরাজ্যের সর্বকালের প্রিয় লেবার পার্টিকে পরাজিত করে এবার জয় হয়েছে বরিস জনসনের কনজারভেটিভ পার্টি। যুক্তরাজ্যের রাজনীতির ইতিহাসে প্রথমবারের মতো ২৪ জন মুসলিম প্রার্থীও জিতেছেন।

ইতিহাসে প্রথমবারের মতো এত বেশি মুসলিম প্রার্থী যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে অংশ নিয়েছিলেন। এ মুসলিম প্রার্থীদের বেশিরভাগই তুরস্ক, পাকিস্তান এবং বাংলাদেশের বলে জানা যায়।৭০ জনের মধ্যে ২৪ জন মুসলিম প্রার্থী বিজয়ী হয়ে যুক্তরাজ্যের রাজনীতির ইতিহাসে রেকর্ড গড়েছেন।
সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ২৪ জন মুসলিম প্রার্থীর মধ্যে ১৫ জন পাকিস্তানের। তারা হলেন, নাজ শাহ, খালিদ মাহমুদ, ইয়াসমিন কুরেশি, আফজাল খান, তাহির আলী, মোহাম্মদ ইয়াছিন, ইমরান হুসেন, জারা সুলতানা, এবং শাবানা মাহমুদ। তারা সবাই লেবার পার্টি থেকে নির্বাচন লড়েছেন।
কনজারভেটিভ পার্টি থেকে বিজয়ীরা হলেন, নুসরাত গণি, ইমরান আহমদ, সাজিদ জাবেদ, রহমান চিশতী ও সাকিব ভাট্টি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিস নির্বাচনে জয়লাভের কারণ হল তার ব্র্যাকসিটি গল্প। বরিসের সাথে ব্র্যাকের দৃষ্টিভঙ্গি যুক্তরাজ্যের নাগরিকদের পাশাপাশি সারা বিশ্বের বাসিন্দাদের কাছেও স্পষ্ট হয়ে ওঠে।
হিসেব অনুযায়ী মুসলিম বিজয়ী পার্থীদের লেভার পাটী থেকে ১৪ জন। কনজারভেটিভ পার্টি থেকে কনজারভেটিভ পার্টি থেকে ৫ জন, অন্যান্য থেকে ৫জন।
-এটি