আওয়ার ইসলাম: ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মুহা. আব্দুল্লাহ বলেছেন, মুক্তিযোদ্ধারা দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে জীবনের মায়া ত্যাগ করে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমাদেরকে স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। মুক্তিযোদ্ধাদের কল্যাণে আজ আমরা স্বাধীন দেশে বড় বড় পদ পদবি এবং অবারিত সু্যোগ সুবিধা ভোগ করছি। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতা চিরকাল বজায় থাকবে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তরে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবস-২০১৯ উপলক্ষে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৭১ এর পরাজিত শক্তি স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করে বাংলাদেশকে অভিভাবকশূণ্য করে এদেশের উন্নয়ন অগ্রযাত্রা বন্ধ করে দেয়। দীর্ঘ ২১ বছর পর বঙ্গবন্ধু কন্যা দেশ পরিচালনার নেতৃত্বে এসে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জনগণকে স্বাধীনতার প্রকৃত সুফল পাইয়ে দিতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর কার্যক্রম পরিচালনা করছেন। এ বিষয়ে তিনি নিজ দলের লোকদেরকে ও রেহাই দিচ্ছেন না। মাননীয় প্রধানমন্ত্রীর দুর্নীতি বিরোধী এ লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটাই হোক মহান বিজয় দিবসে আমাদের সকলের অঙ্গীকার।
প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে কলঙ্কমুক্ত করার পাশাপাশি উন্নত দেশে পরিণত করছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন ও অগ্রগতির এ ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার ক্ষমতায় রাখার বিকল্প নেই।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হোসেন তরফদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের রেড ক্রিসেন্ট এর সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ভাইস চেয়ারম্যান টুঙ্গিপাড়া পৌরসভার চেয়ারম্যান আহাম্মদ হোসেন মীর্জা, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নাসির।
টুঙ্গিপাড়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস হোসেন সরদার, সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম এমদাদুল হক বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম বীর প্রতীক, মুুুক্তিযোদ্ধা শেখ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শেখ মুহা. রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক বদরুল আলম বদর উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলার ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আলোচনা সভায় অংশগ্রহন করেন।
-এএ/আরএম