মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


সুপ্রিম কোর্টে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ওয়াইসির মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ আদালতে মামলা করেছেন অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান ব্যারিস্টার আসাদ উদ্দিন ওয়াইসি।

হিন্দুস্থান টাইমসের বরাতে জানা যায়, গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) এ মামলা করেন তিনি।

আসাদউদ্দিন ওয়াইসির আইনজীবী নিজাম পাশার বক্তব্যের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রেসিডেন্ট।

উল্লেখ্য, গত সোমবার ০৯ ডিসেম্বর ভারতের লোকসভায় বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। বিলটি উত্থাপন করেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বুধবার (১১ ডিসেম্বর) রাজ্যসভায় পাস হয় বিলটি। রাজ্যসভায় এই বিলের পক্ষে ভোট পড়ে ১২৫টি। আর বিপক্ষে পড়ে ১০৫টি ভোট। এরপর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভারতের রাষ্ট্রপতি বিতর্কিত এই বিলে সই করেন।

সোমবার লোকসভায় এ বিলের কপি ছিঁড়ে ফেলেন হায়দরাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি। লোকসভার বিতর্কে তিনি বলেন, এ বিল মুসলিমদের ‘রাষ্ট্রহীন’ করবে। ভারতকে ফের বিভক্ত করার অপকৌশল এটি। আর এবার বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে মামলা করলেন তিনি। সূত্র: হিন্দুস্তান টাইমস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ