মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


'ভারতের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেন মোদি ও অমিত শাহ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সহকারী অমিত শাহ।

জানা যায়, দিল্লির রামলিলা ময়দানে দেয়া ভাষণে এ অভিযোগ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ঝাড়খান্ডে এক সমাবেশে রাহুল অভিযোগ করে বলেন, বিজেপির কারণেই ভারতে ধর্ষণের ঘটনা ঘটছে।

এ ঘটনায় রাহুলকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার দাবি জানায় বিজেপি নেতারা। কিন্তু জবাবে রাহুল গান্ধী বলেন, সত্য কথা বলার জন্য প্রয়োজনে যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছেন তিনি ও তার দল।

অপরদিকে সমাবেশে সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধির পাশাপাশি ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মতন নেতারাও সমাবেশে উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ