মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


‘ইউরোপজুড়ে মুসলিমদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সুইডেনভিত্তিক এক্সপো ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুইডেনসহ ইউরোপের কয়েকটি উগ্রপন্থি সংগঠন অনলাইনকে কাজে লাগিয়ে মসজিদগুলিতে আগুন লাগিয়ে মুসলমানদের বধ করার আহ্বান জানানোসহ নানাভাবে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে।

ম্যাগাজিনটি বিভিন্ন সংগঠন দ্বারা অনলাইনে প্রচারিত ১১ টি স্ট্যাটাস ও ডকুমেন্ট উদ্ধার করতে সক্ষম হয়েছে। মুসলিম বিরোধী এ চিঠিগুলো প্রায় ৪৪০০০ হাজার লোক অনুসরণ করেছেলো।

প্রতিবেদনে বলা হয়েছে, এ গোষ্ঠীর মূল লক্ষ্য ছিল মুসলমানদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো। অভিবাসী, কৃষ্ণাঙ্গ মানুষ এবং কিছু সুইডিশ বামপন্থী রাজনীতিবিদদেরও তারা নিশ্চিহ্ন করতে চায়।

তারা সুইডেনের মুসলমানদের হত্যা, মসজিদ অগ্নিসংযোগ এবং নামাজের ভিতরে মুসলিমদের গুলিবিদ্ধ করার ষড়যন্ত্র করছে। এ দলগুলিতে সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান স্টিফান লোফভেনকে দেখা যায়।

মনোবিজ্ঞানী কেটি কোহেন বলেন, এ গ্রুপগুলিতে ব্যবহৃত ভাষা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের দ্বারা ব্যবহৃত ও রুয়ান্ডার গণহত্যার অপরাধীদের অনুরূপ ছিল বলে জানায় এক্সপো।

তুর্কি বংশোদ্ভূত রাজনীতিবিদ মিকাইল ইউকসেল যিনি সুইডেনে পার্ট অফ ডিফার্ট কালার্স প্রতিষ্ঠা করেছিলেন, তিনি এই প্রতিবেদনটি সম্পর্কে বলেন, ইন্টারনেটের মাধ্যমে বর্ণবাদীরা আরও সংগঠিত হতে শুরু করেছে।

নিউজিল্যান্ডে ক্রাইস্টচর্চ হামলা, নরওয়ের অসলোতে কুরআন অবমাননার ঘটনা সবই অনলাইনে উস্কানিমূলক সামাজিক মিডিয়া পোস্ট দ্বারা প্রভাবিত হয়েছিল এবং মুসলমানদের লক্ষ্য করে আক্রমণ করদে সংঘবদ্ধ হয়েছিলো বলেও উল্লেখ করে ম্যাগাজিনটি।

মুসলিম নিউজ থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ