শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ।। ৮ কার্তিক ১৪৩২ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ফরিদপুরে ধর্ষণের দায়ে আসামির আমৃত্যু কারাদণ্ড টঙ্গী থেকে নিখোঁজ মুফতি মহিবুল্লাহকে পরিবারের কাছে হস্তান্তর প্রশাসন থেকে ধর্ষণের ঘটনাকে ‘প্রেমের সম্পর্ক’ হিসেবে চিত্রিত করা দুর্ভাগ্যজনক: শায়ক আহমাদুল্লাহ ধর্মীয় শিক্ষক নিয়োগ ও মূল্যবোধ রক্ষায় এক মঞ্চে মিলিত হচ্ছেন সব দলের নেতারা ইসকন নিষিদ্ধের দাবিতে ময়মনসিংহে আজ ইত্তেফাকের বিক্ষোভ ১৬ মাসে কোরআনের হাফেজ কক্সবাজারের ওবায়দুল করিম আমরা কোরআনকে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই: অধ্যাপক মুজিবুর রহমান ঢাকাসহ বিভাগীয় শহরে শনিবার বিক্ষোভ করবে জামায়াত  প্রশাসনকে দ্রুততার সাথে বস্তুনিষ্ঠ ব্যবস্থা নিতে হবে: ইসলামী আন্দোলন আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মানিকগঞ্জ জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

নরসিংদীর মাধবদীতে লেখক ফোরামের কর্মশালা শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের আয়োজনে এবার নরসিংদীর মাধবদীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তরুণদের জন্য দিনব্যাপী লেখালেখির বুনিয়াদি কর্মশালা।

আগামী ১৩ ডিসেম্বর শুক্রবার মাধবদীর জালপট্টির মাদরাসাতুল মদীনা আল ইসলামিয়ায় অনুষ্ঠিত হবে এই আয়োজন। সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এই কর্মশালা। মাধবদী বাসস্ট্যান্ড থেকে রিকশায় গরুর হাট জালপট্টিতে মাদরাসাটির অবস্থান।

কর্মশালায় প্রধান অতিথি থাকবেন দেশের অন্যতম শীর্ষ আলেম ও জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমী। সভাপতিত্ব করবেন মসজিদে আকবর কমপ্লেক্স জালপট্টিরর খতিম মুফতি ইসহাক কামাল।

প্রশিক্ষণ দেবেন বিশিষ্ট লেখক ও সাহিত্যিক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, ঢাকা টাইমসের বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, বাংলাদেশে ইসলামী লেখক ফোরামের সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম, দৈনিক সময়ের আলোর বিভাগীয় সম্পাদক আমিন ইকবাল, লেখক-অনুবাদক শামসুদ্দীন সাদী, তরুণ লেখক রেজা হাসান ও হাবিবুল্লাহ সিরাজ প্রমুখ।

কর্মশালার সার্বিক তত্ত্বাবধান করবেন মাদরাসাতুল মদীনা আল ইসলামিয়ার প্রিন্সিপাল মুফতি মুহাম্মদ রাকিব হাসান। সহযোগিতায় থাকবে আল কাসিম সাহিত্য সংসদ।

কর্মশালায় কী পড়বো, কীভাবে পড়বো; কী লিখবো, কীভাবে লিখবো; বিশুদ্ধ লেখার কলাকৌশল; পত্রিকায় লেখালেখির নিয়মকানুন; ছড়া-কবিতা, ফিচার ও গল্পসহ প্রয়োজনীয় বিষয়ে হাতেকলমে শিক্ষা দেয়া হবে।

কর্মশালার নিবন্ধন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, দুই শতাধিক আগ্রহী নিবন্ধন সম্পন্ন করেছেন।

প্রসঙ্গত, তরুণদের লেখালেখিতে আগ্রহী এবং যোগ্য করে গড়ে তুলতে সম্প্রতি উদ্যোগ নেয় লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম। ইতোমধ্যে ঢাকা ও ঢাকার বাইরে বেশ কিছু বুনিয়াদি কর্মশালা সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন স্থানে চাহিদা তৈরি হওয়ায় এ ধরনের কর্মশালা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফোরামের দায়িত্বশীলেরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ