মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


কুরআনের আলো নিভিয়ে দেয়ার ক্ষমতা পৃথিবীর কারো নেই: ড. আ ফ ম খালিদ হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
বিশেষ সংবাদদাতা

বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখার ব্যবস্থাপনায় চাঁদপুর সদর স্টার আল-কায়েদ জুট মিলস সংলগ্ন বালুর মাঠে চরমোনাই মাহফিলের নমুনায় ৩দিন ব্যাপী ওয়াজ মাহফিল (৯, ১০ ও ১১ ডিসেম্বর ২০১৯) চলছে।

মাহফিলে সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চরমোনাই পীর, ইমলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করবেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

আজ (১০ ডিসেম্বর) মঙ্গলবার মাহফিলের বিশেষ অতিথির বক্তৃতায় শিক্ষাবিদ মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, পবিত্র কুরআনে বর্ণিত আল্লাহর আহকাম ও আদেশ নিষেধ মেনে চলতে পারলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, স্বস্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। তিনি বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, একটি দেশে কতিপয় দুষ্কৃতিকারী কুরআন পুড়িয়ে দেওয়ার ধৃষ্টতা দেখিয়েছে। কুরআনের আলো নিভিয়ে দেয়ার ক্ষমতা পৃথিবীর কারো নেই। এটাই আল্লাহর ঘোষণা।

গতকাল (৯ ডিসেম্বর) সোমবার বিশেষ অতিথির বক্তৃতায় মুফতি সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়ের বলেছেন ওহীয় আভা, নববী প্রভার অনুসরণ অনুকরণ নিত্যদিনের সঙ্গী করে নিতে হবে। পথহারা মুসলমানকে ওলী আউলিয়ার দরবারের পথিক হিসেবে গড়ে তোলার সম্মিলিত প্রয়াসকে বাস্তবায়ন করতে হবে।

সামাজ ও রাষ্ট্র ব্যবস্থার প্রতিটি ক্ষেতে নববী আদর্শ বাস্তবায়ন করার প্রায়সকে বাস্তবে রূপদান করতে হবে। তাহলে সুন্দর সোনালী সমাজ ও রাষ্ট্র গঠন হবে; ইনশা'আল্লাহ।

এছাড়া রগুনার পীর সাহেব মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালি উল্লাহ বলেছেন আমিত্ববোধ পরিহার করে নববী আদর্শে উজ্জীবিত হতে হবে। কুরআন সুন্নাহর সহীহ জ্ঞাণচর্চার মাধ্যমে সারা পৃথিবীতে দ্বীনের খিদমত প্রসারিত করার অগ্রযাত্রায় অগ্রণী ভুমিকা পালন করতে হবে। ইহকালের রঙ্গিণ প্রয়াস ভুলে পরকালের ভয়ভীতি আমাদের সীরাতুল মুস্তাকিমের পথে নিয়ে যাবে; ইনশা'আল্লাহ।

অনুষ্ঠিতব্য ওয়াজ মাহফিলে এ পর্যন্ত পীর সাহেব ওজানী মাওলানা ফজলে এলাহী, মাওলানা মাহবুবে এলাহী, মাওলানা মোস্তাকুন্নবী কুমিল্লা, মাওলানা ইউছুফ আহমেদ মাদানী, মাওলানা ওমর ফারুক সন্ধিপ, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা আনোয়ার শাহ, মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা মকবুল হোসেন ও মাওলানা নজরুল ইসলামসহ দেশবরেণ্য খ্যাতিমান ওলামা মাশায়েখগণ আলোচনা করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ