মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


ইসরায়েলকে ছিন্নভিন্ন করার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেশ কিছুদিন ধরেই ইরান ও ইসরায়েলের মধ্যে চূড়ান্ত উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যে দুটি দেশ পরস্পরকে হুমকিও দিয়েছে কয়েকবার। সর্বশেষ ইসরায়েলের দুজন মন্ত্রী ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছেন বলে জানা গেছে।

গতকাল সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি ইসরায়েলের হুমকির জবাব দেন। এবার ওই হুমকির জবাব দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার হোসেইন সালামির উপদেষ্টা মোর্তেজা গোরবানি।

ইসরায়েলি সংবাদমাধ্যম আরুতজ শেভা এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলের যে কোনো হামলার বিধ্বংসী জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার হোসেইন সালামির উপদেষ্টা মোর্তেজা গোরবানি। ইসরায়েল ছোট হামলা চালালেও জবাবে তাদের গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দেন তিনি।

গোরবানি বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল কোনো ভুল করলে, এমনকি সবচেয়ে ছোট ভুল করলেও তেল আবিবকে গুঁড়িয়ে দেবে তেহরান। ওই হামলার জবাবে ইসরায়েলকে ছিন্ন-ভিন্ন করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমাদের যোদ্ধারা ট্রিগারে আঙ্গুল রেখে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তারা সর্বোচ্চ নেতা আলি খামেনির আদেশের অপেক্ষায় আছে। নেতা যদি ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইসরায়েলে হামলার নির্দেশ দেন, তাহলে ইসরায়েল হাত উঁচু করে আত্মসমর্পণ করবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ