আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামীকাল রোববার ঢাকা মহানগরসহ সারাদেশের জেলা, মহানগর ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।
শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকাল ১০টা থেকে এক যৌথ সমাবেশে অংশ নেন বিএনপি মহাসচিব, যুগ্ম মহাসচিবসহ, ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক ও সাধারণ সম্পাদক, সদস্য সচিবরা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সেই দল যারা স্বাধীনতার স্বপ্নকে ভেঙে দিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে গণতন্ত্রের জন্য যিনি সংগ্রাম করেছেন তিনি কারাগারে। লাখ লাখ মানুষের বিরুদ্ধে মামলা। বিজয়ের এই মাসে আমাদের বিএনপি অফিসের সামনে আবারও পুরনো অবস্থা ফিরে এসেছে।
তিনি আরও বলেন, পুলিশ-র্যাব দিয়ে ঘিরে রেখে ভয় দেখানোর যত প্রক্রিয়া থাকে সবকিছু শুরু করেছে। সংবাদ সম্মেলনে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলার, মজিবুর রহমান সারোয়ার, হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ প্রমুখ।
-এএ