মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে প্রাণ গেল ইমামের চট্টগ্রামে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা

ইসলামি বইমেলায় মারকাযুস সাহাবার ব্যতিক্রমী আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী : সাহাবায়ে কেরামের জীবনাদর্শ ভিত্তিক দাওয়াতি সংগঠন মারকাযুস সাহাবা বাংলাদেশ কর্তৃক আয়োজিত বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন ইসলামিক বইমেলায় অনুষ্ঠিত হলো কবিতা ও সাহিত্যচর্চা বিষয়ক ব্যতিক্রমী এক আলোচনা সভা।

সংগঠনের মহাসচিব হাফেজ মাওলানা শরীফ উল্লাহ তারেকীর সভাপতিত্বে বায়তুল মুকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মারকাযুস সাহাবা বাংলাদেশের আমীর মুফতি শামীম আল-আরকাম।

অন্যান্যদের মধ্যে ছিলেন মুফতি আমীমুল ইহসান, মাসিক মদীনা সম্পাদক আহমদ বদরুদ্দীন খান, মুফতি মহিউদ্দিন ফারুকী, মুফতি আব্দুর রহমান কোব্বাদী, আবুল আ'লা মাসুম, আল-মাদানী ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি সাব্বির মাযহারী, মারকাযুস সাহাবা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাওলানা সানাউল্লাহ নূরী মাহমুদী, খাগড়াছড়ি জেলা সমন্বয়ক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলামী শরীয়তে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পাশাপাশি সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করা অপরিহার্য। সুতরাং সাহাবাদের অবদানকে অস্বীকার করে, তাদের সমালোচনা করে কেউ প্রকৃত মুসলমান হতে পারেনা।

এসময় বক্তারা কবিতা ও সাহিত্যচর্চায় সাহাবাদের অবদানের বিষয়েও আলোকপাত করেন।

আলোচনা সভা শেষে উপস্থিত দর্শকশ্রোতাদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে খোলাফায়ে রাশেদা ও আশারায়ে মুবাশশারাসহ মর্যাদাবান সাহাবীদের জীবনের বিভিন্ন দিক নিয়ে অনুষ্ঠিত কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কারও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ক্যারিয়ার বাংলাদেশের চেয়ারম্যান মুফতি আফজাল হোসাইন ও রেডিও একাত্তরের উপস্থাপক আর জে মামুন চৌধুরী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ