শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ।। ২৯ কার্তিক ১৪৩২ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আমার পিতা ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার অন্যতম পুরোধা: মাওলানা মাহমুদ মাদানী  খতমে নবুওয়াত মহাসম্মেলন: গাড়ি পার্কিং ও জরুরি দিকনির্দেশনা বিদেশিদের দালাল আর পাশের দেশের প্রেসক্রিপশনে আর নয়: চরমোনাই পীর গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে জাতির সাথে তামাশার শামিল: অধ্যাপক মাওঃ ইমরান আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে জমিয়তের পূর্ণ সংহতি ও সমর্থন কোন দলের আপত্তি কতটা বিবেচনায় নিলেন ড. ইউনূস গণভোটে আমরা রাজি, অপশনের বিষয়ে সিদ্ধান্ত জনগণের খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার আহ্বান মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়ার ঢাকা-১৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

'আলেমদের জঙ্গি ও সন্ত্রাসী বানানোর পুরনো খেলা আবার শুরু হয়েছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চট্টগ্রাম ওমরগনি এম,ই,এস কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান শিক্ষাবিদ মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন এক শ্রেণীর মিডিয়া বহু দিন যাবত এদেশের মাদরাসার ছাত্র-শিক্ষকদের জঙ্গি ও সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার অপপ্রয়াস চালিয়ে আসছে।।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাদে মাগরিব চট্টগ্রামের কর্ণফুলী বাদামতলস্থ শাহমীরপুর ওলামা কল্যাণ পরিষদের দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এক শ্রেণীর বুদ্ধিজীবী এ অপপ্রচারের কুশিলব। এ কথা আজ প্রমাণিত সত্য যে ওলামা, মশায়েখ ও মাদরাসার সাথে সন্ত্রাসী কর্মকাণ্ডের দুরতম সম্পর্কও নেই। সরকারি গোয়েন্দা সংস্থার কাছে এ সম্পর্কিত পূর্ণাঙ্গ প্রতিবেদন রয়েছে।

পরিশেষে ড. খালিদ বলেন, সবাইকে ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে মুকাবিলার প্রস্তুতি নিতে হবে। এ ভূখণ্ডে ইসলামের বিকাশ ও নৈতিকতার উজ্জীবনে আলেমদের মেহনত ও ভূমিকা ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়।

পরিষদের সভাপতি মাওলানা হাফেজ ফরিদ আহমেদের সভাপতিত্ব সম্মেলন অনুষ্ঠিত হয়।

মাওলানা নাছির উদ্দীনের সঞ্চালনায় জামেয়া পটিয়ার শিক্ষক মাওলানা কাজী আখতার হোসাইন, মাওলানা নুরুল কাদের শাকের, মাওলানা, মাওলানা ফেরদৌস আল আজাদ চাদপুর, মাওলানা কারী আতাউল্লাহ উসমানী প্রমুখ।

আগামীকাল (৬ ডিসেম্বর) দ্বিতীয় দিবসে আলোচনা করবেন মাওলানা কারী নুরুল্লাহ শাহমীরপুর, মাওলানা ছলিম উল্লাহ চট্টগ্রাম, মাওলানা ফরিদ আহমদ আনসারি, মাওলানা মুফতি আমজাদ হোসাইন আশরাফী নরসিংদী, মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ চাটগামী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ