সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন তাকওয়ার ছায়ায় মানবসভ্যতার বিকাশ ‘মানুষের ক্ষুধা নিবারণ না করতে পারলে সংস্কার-নির্বাচন ভেস্তে যাবে’ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা ৩ মে’র মহাসমাবেশ সফল করতে বগুড়ায় হেফাজতের মতবিনিময় সভা ২৭ খণ্ডের ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ অনুবাদ করাচ্ছে সরকার ভারতের প্রসিদ্ধ আলেম স্যাইয়িদ আকীল মাজাহিরির ইন্তেকালে জমিয়তের শোক

'আলেমদের জঙ্গি ও সন্ত্রাসী বানানোর পুরনো খেলা আবার শুরু হয়েছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চট্টগ্রাম ওমরগনি এম,ই,এস কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান শিক্ষাবিদ মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন এক শ্রেণীর মিডিয়া বহু দিন যাবত এদেশের মাদরাসার ছাত্র-শিক্ষকদের জঙ্গি ও সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার অপপ্রয়াস চালিয়ে আসছে।।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাদে মাগরিব চট্টগ্রামের কর্ণফুলী বাদামতলস্থ শাহমীরপুর ওলামা কল্যাণ পরিষদের দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এক শ্রেণীর বুদ্ধিজীবী এ অপপ্রচারের কুশিলব। এ কথা আজ প্রমাণিত সত্য যে ওলামা, মশায়েখ ও মাদরাসার সাথে সন্ত্রাসী কর্মকাণ্ডের দুরতম সম্পর্কও নেই। সরকারি গোয়েন্দা সংস্থার কাছে এ সম্পর্কিত পূর্ণাঙ্গ প্রতিবেদন রয়েছে।

পরিশেষে ড. খালিদ বলেন, সবাইকে ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে মুকাবিলার প্রস্তুতি নিতে হবে। এ ভূখণ্ডে ইসলামের বিকাশ ও নৈতিকতার উজ্জীবনে আলেমদের মেহনত ও ভূমিকা ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়।

পরিষদের সভাপতি মাওলানা হাফেজ ফরিদ আহমেদের সভাপতিত্ব সম্মেলন অনুষ্ঠিত হয়।

মাওলানা নাছির উদ্দীনের সঞ্চালনায় জামেয়া পটিয়ার শিক্ষক মাওলানা কাজী আখতার হোসাইন, মাওলানা নুরুল কাদের শাকের, মাওলানা, মাওলানা ফেরদৌস আল আজাদ চাদপুর, মাওলানা কারী আতাউল্লাহ উসমানী প্রমুখ।

আগামীকাল (৬ ডিসেম্বর) দ্বিতীয় দিবসে আলোচনা করবেন মাওলানা কারী নুরুল্লাহ শাহমীরপুর, মাওলানা ছলিম উল্লাহ চট্টগ্রাম, মাওলানা ফরিদ আহমদ আনসারি, মাওলানা মুফতি আমজাদ হোসাইন আশরাফী নরসিংদী, মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ চাটগামী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ